IPL 2022: ‘পুরনো ব্যর্থতার কথা মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই’: লিয়াম লিভিংস্টোন
রবিবার ব্র্যাবোর্ন স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে দাপটের সঙ্গে ৫৪ রানে হারায় পাঞ্জাব কিংস। আর চেন্নাইকে হারাতে বড় ভূমিতা নেন পঞ্জাবের তারকা লিয়াম লিভিংস্টোন।
২০১৯ এবং ২০২১ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে দু’বছর খারাপ পারফরম্যান্সের পর ব্রিটিশ ব্যাটার শেষ পর্যন্ত আইপিএলে নিজের আসল ছন্দ খুঁজে পেয়েছেন। বরং পুরনো ব্যর্থতাকে পিছনে ফেলতে পেরে খুশি লিভিংস্টোন।
দলকে ম্যাচ জেতানো ইনিংস খেলে লিভিংস্টোন বলেছেন, ‘আপনাকে এটা (আগের আইপিএল রেকর্ড) সম্পর্কে আমাকে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। গত বছরও রাজস্থান রয়্যালসের জার্সিতে লড়াই করতে হয়েছিল। এ রকম পারফরম্যান্স পেয়ে ভালো লাগছে।’
প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল এবং ভানুকা রাজাপক্ষের উইকেট হারিয়ে বসে থাকে পঞ্জাব। এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণের পথে হাঁটেন লিভিংস্টোন। ৩২ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর এই ইনিংসে ৫টি চার এবং ৫টি ছয় রয়েছে। যখন লিভিংস্টোন আউট হন, তখন দলের রান ৪ উইকেটে ১১৫। পঞ্জাব অবশ্য শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৮০ রান করে।
পঞ্জাবের জয়ে অবদান রাখতে পেরে খুশি লিভিংস্টোন। তিনি বলেছেন, ‘প্রথম দু’টি ম্যাচে আমার পক্ষে যায়নি। তবে এই ম্যাচে জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। ছেলেরা দুর্দান্ত ভাবে লড়াই করেছে। এবং আমরা এমন একটি লক্ষ্যে পৌঁছেছি যা আমরা আত্মরক্ষার মতো স্কোর বলে মনে করেছি। আর আমাদের সিম বোলাররা পাওয়ারপ্লে-তে অসামান্য ছিল।’
For all the latest Sports News Click Here