IPL 2022: পর পর ৪ ম্যাচ হেরে হতাশায় ডুবে MI, বিশেষ বার্তা দিলেন নীতা আম্বানি
আইপিএলের শুরুতে পর পর চার ম্যাচ হেরে মারাত্মক চাপে মুম্বই ইন্ডিয়ান্স। দশ দলীয় আইপিএলে চার ম্যাচ খেলে ফেললেও, এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি রোহিত শর্মার টিম। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছেও পরাস্ত হয় মুম্বই। আইপিএলের সবচেয়ে সফল দলের শুরুটা নিঃসন্দেহে অত্যন্ত হতাশাজনক হয়েছে।
যদিও প্রতিবারই মুম্বইয়ের শুরুটা খুব একটা ভালো হয় না। তারা বরাবরই পিছন থেকে এসে লড়াইয়ে যোগ দেয়। কিন্তু এ বার নতুন দল নিয়ে হিমশিম খাচ্ছেন রোহিত। এখনও দলটা সংগঠিত নয়। আইপিএলের পয়েন্ট টেবিলের নয়ে রয়েছে মুম্বই। আরসিবির কাছে হারের পর অবশ্য রোহিত বলেছেন, টানা চার ম্যাচ হার হজম করতে তিনি পারছেন না। চ্যাম্পিয়নশিপের লড়াই থেকেও যেন ক্রমশ পিছিয়ে পড়ছে আইপিএলের অন্যতম সফল দল। কিন্তু আশা ছাড়ছে না মুম্বই ম্যানেজমেন্ট। নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানে দেখা গিয়েছে, ফোনে দলকে উজ্জীবিত এবং উৎসাহিত করার জন্য বিশেষ বার্তা দিয়েছেন দলের কর্ণধার নীতা আম্বানি
নীতা আম্বানি পুরো দলকে উদ্দীপ্ত করতে বলেছেন, ‘তোমাদের ওপর আমার পূর্ণ আস্থা এবং ভরসা রয়েছে। আমার বিশ্বাস দল ঘুরে দাঁড়াবেই। এ বার এই জায়গা থেকে আমরা শুধুই এগিয়ে যাব। নিজেদের ওপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। আমরা এই লড়াই জিতবই।’
নীতা আম্বানি আরও বলেছেন, ‘এর আগেও আমরা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ট্রফি জিতেছি। তাই সবাইকে একজোট হয়ে থাকতে হবে। তাহলেই আমরা এই লড়াই জিততে পারব। আমার পূর্ণ সমর্থন পাবে তোমরা। নিজেদের ওপর বিশ্বাস রেখো। আমরা সর্বত্র তোমাদের পাশে আছি।’ প্রসঙ্গত, ২০১৫ সালেও আইপিএলের শুরুতে পর পর চার ম্যাচ হেরে ঘুরে দাঁড়িয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। লিগ টেবলের দুইয়ে শেষ করে প্লে-অফে গিয়েছিল তারা। সে বার চ্যাম্পিয়নও হয়েছিলেন রোহিত শর্মারা।
২০১৪ সালেও প্রথম পাঁচ ম্যাচ হারের পর পঞ্জাবের বিরুদ্ধে প্রথম জয় পেয়েছিল মুম্বই। বুধবার রোহিতদের পরবর্তী প্রতিপক্ষ সেই পঞ্জাব কিংসই। এই ম্যাচ থেকেই কি ভাগ্যের চাকা ঘুরবে মুম্বইয়ের?
For all the latest Sports News Click Here