IPL 2022: পরের মরশুমে শ্রেয়স আইয়ার কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন?
দিল্লি ক্যাপিটালস কি তাদের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ারকে ধরে রাখবে? সূত্রের খবর এর সম্ভাবনা খুবই কম। শোনা যাচ্ছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ সংস্করণের জন্য ঋষভ পন্ত, পৃথ্বী শ, অক্ষর প্যাটেলদের ধরে রাখতে পারে। ফলে সেটাই যদি হয় তাহলে প্রাক্তন দিল্লি ক্যাপিটালস অধিনায়ককে দলে নাও রাখতে পারে দিল্লি। তবে শ্রেয়স নিয়ে প্রাক্তন ভারতীয় মহিলা দলের অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার অঞ্জুম চোপড়া নিজের মত প্রকাশ করেন। তিনি মনে করেন মোট পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটিতে খেলতে দেখা যেতে পারে শ্রেয়সকে।
হিন্দুস্তানটাইমস ডটকমের সাথে কথোপকথনের সময় অঞ্জুম পাঁচটি সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি বেছে নিয়েছিলেন যেখানে আইয়ার শেষ পর্যন্ত যেতে পারেন। তিনি জানিয়েছেন নতুন দুটি দলের মধ্যে একটিতে শ্রেয়সকে নেতৃত্বও দিতেও পারেন। চোপড়া জানিয়েছেন, ‘যে ফ্র্যাঞ্চাইজি তাকে নেবে না কেন, তাকে অবশ্যই অধিনায়ক করবে। সুতরাং আপনি যখন চারপাশে তাকান, তখন অনেক ফ্র্যাঞ্চাইজি নেই যারা অধিনায়ক খুঁজছে। স্পষ্টতই দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি তালিকায় থাকবে এবং সেখানে অধিনায়কের সন্ধান করা হবে। কলকাতা হল। হয়তো পঞ্জাব। আরসিবি। কারণ মুম্বই, দিল্লি ও রাজস্থান সবাই অধিনায়ক খুঁজছে না। চেন্নাইও এখন অধিনায়ক খুঁজছে না। তাই আইয়ার যে ফ্র্যাঞ্চাইজিতেই যান না কেন তার অধিনায়ক হওয়ার খুব ভালো সুযোগ রয়েছে। এবং পাঁচটি সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজিতে তিনি যেতে পারেন।’
তিনি আরও বলেন, ‘চেন্নাই খুব শীঘ্রই একজন অধিনায়ক খুঁজবে। কিন্তু আমি মনে করি তারা ইতিমধ্যে একজনকে গ্রুমিং করছে। আমি ইতিমধ্যেই ঘাড় খুলে বলেছি, এমএস (ধোনি) থাকায় এই মরশুমে না হলেও পরের আইপিএলে রুতুরাজ গায়কওয়াড়কে দেখা যেতে পারে। কিন্তু চেন্নাইয়ে যা ঘটুক না কেন, চেন্নাইতেই রয়ে যাবে।’ ধোনি প্রসঙ্গে এখনই কোনও মন্তব্য করতে চাননা অঞ্জুম চোপড়া। তিনি বলেন, ‘এটা নিয়ে ভাবার জন্য আমাদের অনেক সময় আছে, এখন আমরা নভেম্বরে রয়েছি। আইপিএল ২০২২ এপ্রিলে খেলা হবে।’
For all the latest Sports News Click Here