IPL 2022: দিল্লি ক্যাপিটালসের ভুলগুলি চোখে আঙুল দিয়ে দেখালেন KKR এর প্রাক্তনী
দিল্লি ক্যাপিটালস দল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় আকাশ চোপড়া। দিল্লি ক্যাপিটলস নিলামের আগে শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে। এই অভিজ্ঞ খেলোয়াড়দের বিদায়ে দিল্লি পুরোপুরি ভেঙে পড়বে বলে মনে করছেন অনেকেই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য দিল্লি দল সম্পর্কে কথা বলার সময়,প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া বলেছিলেন যে দলের নতুন ক্রিকেটাররা খাতায় কলম প্রতিভাবান কিন্তু তাদের সাফল্য পাওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।
প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া আইপিএল শুরুর আগে দিল্লি ক্যাপিটালস দলের খেলোয়াড়দের তুলনা করেছেন। গতবার দলে অনেক কিংবদন্তি খেলোয়াড়রা ছিলেন। যাদের মেগা নিলামের আগে ছেড়ে হয়েছে। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ান,শ্রেয়স আইয়ার, রবিচন্দ্রন অশ্বিন, মার্কাস স্টোইনিস এবং কাগিসো রাবাদা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২ মেগা নিলামের আগে দিল্লি ক্যাপিটালস ঋষভ পন্ত,পৃথ্বী শ,অক্ষর প্যাটেল এবং এনরিখ নরকিয়াকে ধরে রেখেছে।
ইএসপিএন ক্রিকইনফোতে আলোচনার সময় চোপড়া বলেছিলেন,‘তারা কুলদীপ যাদবকে তুলে নিলেও অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিনকে ছেড়ে দেওয়া হয়েছে। আগে তাদের অমিত মিশ্র ছিল,এখন প্রবীণ দুবে এবং ললিত যাদবের সাথে তাদের কী করার আছে। ব্যাটিংয়ে,তারা শিখর ধাওয়ানকে ছেড়ে দেয় এবং যশ ধুল,মনদীপ সিং এবং শ্রীকর ভরতকে তুলে নিয়েছে। কিন্তুশ্রেয়স আইয়ার,শিখর ধাওয়ান এবং রবিচন্দ্রন অশ্বিনের বিদায়ের সাথে তাদের অভিজ্ঞতার অভাব দেখা যেতে পারে।’
দিল্লির ব্যাটিংকেও নিশানা করেছেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় ওয়াসিম জাফর। গত বছরের হিসাব অনুযায়ী এ বছর ব্যাটিং অর্ডার কিছুটা দুর্বল মনে হচ্ছে। ঋষভ পন্তের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস এই বছর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। দলে নাকি আগের মতো মান নেই। তবে তার মতে তরুণরা খেলার সুযোগ পাবে।
For all the latest Sports News Click Here