IPL 2022: গুজরাট টাইটানসের জন্য সুখবর! ‘Yo-Yo’ টেস্ট পাশ করলেন হার্দিক পান্ডিয়া
ইয়ো-ইয়ো টেস্টে সফল হলেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে ভারতীয় অলরাউন্ডারকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) ফিটনেস মূল্যায়নের জন্য ইয়ো-ইয়ো টেস্টে দিতে হয়। সেই পরীক্ষায় পাশ করলেন হার্দিক পান্ডিয়া। আসন্ন ১৫তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2022) হার্দিককেগুজরাট টাইটানসের নেতৃত্ব দিতে দেখা যাবে৷ নেতৃত্ব দেওয়ার জন্য এখন সম্পূর্ণরূপে প্রস্তুত তিনি৷ আইপিএলের আগে বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা নেওয়া হয়। এনসিএ-তে পান্ডিয়ার দুদিনের পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের জন্য ভালো খবর।
পান্ডিয়া এখন পর্যন্ত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন, কিন্তু এবার পাঁচবারের চ্যাম্পিয়ন দল পান্ডিয়াকে ধরে রাখেনি। বর্তমানে গুজরাট টাইটানস হার্দিক পান্ডিয়াকে কিনেছে। এই মরশুমে প্রথমবার আইপিএলে প্রবেশ করছে গুজরাট টাইটানস। পান্ডিয়া অনেকদিন ধরেই চোটে ভুগছিলেন। বহুদিন ধরেই তিনি বল করতে পারেননি। তাই টিম ইন্ডিয়াতেও তার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে।তবে নির্বাচকরা এখন স্পষ্ট করে দিয়েছেন যে পান্ডিয়াকে তখনই দলে নেবেন যখন তিনি পুরোপুরি ফিট হবেন। এমন পরিস্থিতিতে পান্ডিয়ার জন্য এই আইপিএল খুবই গুরুত্বপূর্ণ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই সূত্র হার্দিক প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ‘ফিটনেস পরীক্ষা সেই খেলোয়াড়দের জন্য যারা করা হয়েছিল চোট থেকে ফিরে এসেছেন। ব্যস্ততম আইপিএল মরশুমের আগে এটি ফিটনেসের একটি সাধারণ মূল্যায়ন। তিনি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং তার বর্তমান ফিটনেস অবস্থা মূল্যায়ন করা প্রয়োজন ছিল।’
For all the latest Sports News Click Here