IPL 2022: গুজরাটের বিরুদ্ধে RCB জিতলেই শেষ হবে দুই দলের স্বপ্ন
বৃহস্পতিবারেই ঠিক হয়ে যাবে চলতি মরশুমে সানরাইজার্স হায়দরাবাদ ও পঞ্জাব কিংসের ভাগ্য। আদৌ ২০২২ আইপিএল-এর প্লে অফে কেন উইলিয়ামসন বামায়াঙ্ক আগরওয়ালরা পৌঁছাতে পারবে কিনা সসেই ছবি স্পষ্ট হয়ে যাবে ব্যাঙ্গালোর বনাম গুজরাট ম্যাচে। এদিন চলতি আইপিএল-এর ৬৭তম ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওয়াংখেড়ের এই ম্যাচে যদিRCB জেতে তাহলে লিগে ১৬ পয়েন্ট হয়ে যাবে ব্যাঙ্গালোরের। আর যদি এই ম্যাচে ফ্যাফ ডু’প্লেসিরা ১৬ পয়েন্টে পৌঁছাতে পারে, তাহলে তারা প্লে অফের জন্য দিল্লি এবং রাজস্থানের সঙ্গে লড়াই করতে পারে। তখন তাদের প্লে-অফে উঠতে হলে লিগ টেবিলে যাদের পয়েন্ট ১৬ হবে তাদের রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে।
তবে যদি এদিনের ম্যাচে ব্যাঙ্গালোর জিতে যায়, তাহলে পঞ্জাব ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের কোনও উত্তেজনাই থাকবে না। কারণ তারা ১৪ পয়েন্টেই আটকে যাবে। এদিনের ম্যাচে গুজরাট যদি ব্যাঙ্গালোরকে হারিয়ে দেয় তাহলে জমে যাবে রবিবারের সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের ম্যাচ। কারণ তখন সেই ম্যাচে যারা জিতবে তাদের সামনে প্লে অফে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। সেক্ষেত্রে পঞ্জাব বনাম হায়দরাবাদ ম্যাচের জয়ী দলের সঙ্গে ব্যাঙ্গালোরের দলের রান রেট দেখা হতে পারে। তবে সেটাও নির্ভর করবে দিল্লির পয়েন্টের উপর। কারণ যদি দিল্লি ১৬ পয়েন্টে পৌঁছে যায় তাহলেও আশা শেষ হয়ে যাবে পঞ্জাব-হায়দরাবাদের।
চলতি লিগে এখনও পর্যন্ত প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন গুজরাট টাইটানস ও লখনউ সুপার জায়ান্টস। তাদের দুজনের পয়েন্ট ২০ এবং ১৮। এরমধ্যে রাজস্থান ১৬ পয়েন্টে আছে। দিল্লি ও ব্যাঙ্গালোরের পয়েন্ট ১৪, কলকাতা, পঞ্জাব, হায়দরাবাদের সংগ্রহে রয়েছে ১২ পয়েন্ট।
For all the latest Sports News Click Here