IPL 2022: করোনা ভীতি বাড়ছে DC-তে, হাসপাতালে ভর্তি হতে পারেন মিচেল মার্শ: সূত্র
দিল্লি ক্যাপিটালসের কোভিড ভীতি ধীরে ধীরে বাড়ছে। আগেই খবর হয়েছিল, মিচেল মার্শ করোনায় আক্রান্ত। এ বার জানা গিয়েছে, তাঁকে হাসপাতালে ভর্তি করানোর কথাও ভাবা হচ্ছে। দিল্লি দলের এবং হোটেল মিলিয়ে পাঁচ জনের কোভিড পজিটিভ রেজাল্ট এসেছে। মার্শ ছাড়াও, ডিসির সোশ্যাল মিডিয়া টিমের একজন সদস্য এবং তিনজন হোটেল স্টাফ সদস্যও ইতিবাচক। সোমবারের আরটি-পিসিআর পরীক্ষায় অবশ্য দিল্লির বাকি প্লেয়ারদের করোনার রেজাল্ট নেগেটিভ এসেছে।
প্রথমে ডিসি-র সাপোর্ট স্টাফ দলের ফিজিও প্যাট্রিক ফারহার্টও ছিলেন। ফারহার্ট করোনা আক্রান্ত হওয়ার পর এ বার মার্শের পরীক্ষার ফল পজিটিভ আসে। পুরো ঘটনার ফলে সোমবার দিল্লি ফ্যাঞ্চাইজির পুনের যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। সাবধানতা হিসেবে দলের সব সদস্যকে হোটেলে নিজেদের ঘরে বিশ্রাম নেওয়ার কথা বলা হয়েছে।
এ দিকে দিল্লি ক্যাপিটালস সূত্রে খবর, মার্শের শরীরে করোনার কিছু উপসর্গ রয়েছে। সিটি ভ্যালু ১৭। তাঁকে হাসপাতালে দেওয়ার ভাবনাচিন্তা চলছে বলে সূত্রের খবর। তবে সরকারি ভাবে এই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
তবে দিল্লি শিবিরে করোনা আতঙ্কের সঙ্গে সঙ্গে আইপিএলের ম্যাচকে ঘিরেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে দিল্লির পরের দু’টি ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে যথাক্রমে বুধবার এবং শুক্রবার। এই ম্যাচ দু’টিকে ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
কেকেআর বনাম আরআর ম্যাচের বিস্তারিত ফল জানতে ক্লিক করুন এখানে:
আরও পড়ুন: ‘মনে হচ্ছে, এই দলকে ৩-৪ বছর ধরে নেতৃত্ব দিচ্ছে’, KKR অধিনায়কে মুগ্ধ প্রাক্তনীরা
এ দিন বিসিসিআই-এর এক সিনিয়র কর্তা পিটিআই-কে বলেছে, ‘মিচেল মার্শের আরটিপিসিআর প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছিল। তবে দ্বিতীয় আরটি-পিসিআর রিপোর্ট পজিটিভ আসে। অন্য সব প্লেয়িং মেম্বারদের আরটি-পিসিআর টেস্টে নেগেটিভ এসেছে। বুধবারের ডিসি এবং পিবিকেএসের মধ্যে ম্যাচ ম্যাচ বাতিল হওয়ার আপাতত সম্ভাবনা নেই।’
শনিবার দিল্লি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলেছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুসারে, ডিসি ফিজিও কোভিড পজিটিভ হওয়ার কারণে খেলোয়াড়দের সেই খেলার সময়ে একে অপরের সঙ্গে হাত মেলাতে বারণ করা হয়েছিল।
গত বছরের ঘটনার পর, বিসিসিআই এ বার তাই বাড়তি সতর্কতা নিয়েছিলেন। একই ধরনের প্রাদুর্ভাব যাতে না ঘটে, তার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে বিসিসিআই। খেলোয়াড়দের যাতে বিমানে ভ্রমণ করতে না হয়, তা নিশ্চিত করতে টুর্নামেন্টের পুরো লিগ পর্বটি মহারাষ্ট্রের চারটি ভেন্যুতে খেলা হচ্ছে। তবুও শেষ রক্ষা হল না।
For all the latest Sports News Click Here