IPL 2022-এর পরে এবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালেও বড় রান পেলেন না পৃথ্বী শ
আইপিএলের ১৫তম আসরে তরুণ ক্রিকেটার পৃথ্বী শ’র ব্যাট তেমন কিছু করতে পারেনি। দিল্লি ক্যাপিটালসের এই ওপেনার মরশুমে ১০টি ম্যাচ খেলে ২৮.৩০ গড়ে ২৮৩ রান করেছেন। তিনি ২টি হাফ সেঞ্চুরি করলেও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারেননি। মরশুমের মাঝে টাইফয়েডের কারণে তাকে কিছু ম্যাচের বাইরে থাকতে হয়েছিল তাকে। এখন রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুম্বই দলের অধিনায়কত্ব সামলাচ্ছেন পৃথ্বী শ।
সোমবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পৃথ্বী শ। পৃথ্বী ওপেনিংয়ে গিয়ে প্রথম ইনিংসে মাত্র ২১ রান করে বোল্ড হন। উত্তরাখণ্ডের মিডিয়াম পেসার দীপক ধাপোলার বলে বোল্ড হন পৃথ্বী শ। এর ফলে মুম্বইয়ের দলীয় স্কোরে ৩৬ রানে প্রথম উইকেট পড়ে যায়। ২০ বলের ইনিংসে পৃথ্বী চারটি চারে মারেন।
এরপর যশস্বী জয়সওয়ালও ৩৫ রান করে দীপকের শিকার হন। ইনিংসের ১৫তম ওভারের চতুর্থ বলে স্বপ্নিল সিংয়ের হাতে ধরা পড়েন তিনি। যশস্বী ৪৫ বলে ৬টি চার মারেন। মুম্বই দলের রান যখন ৬৪ রান তখন প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জয়সওয়াল। এরপরে আর্মান জাফর ১৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এদিন দীপক ধাপোলা মুম্বই-এর তিনটি উইকেট শিকার করেছেন। মুম্বই-এর সুভেদ পার্কার ৭৫ রান করে ক্রিজে রয়েছেন। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন এসএন খান।
এর আগে বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে মুম্বই বনাম উত্তরাখণ্ড রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ভেজা আউটফিল্ডের কারণে বিলম্বিত হয়েছিল। মুম্বই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। একই সময়ে কর্ণাটক বনাম ইউপি এবং পঞ্জাব বনাম মধ্যপ্রদেশের ম্যাচগুলিও দেরিতে শুরু হয়েছিল।
For all the latest Sports News Click Here