IPL 2022: এবিডি অবসর নেবেন আগেই জানতেন অনুষ্কা! কী বললেন বিরাট
শুভব্রত মুখার্জি: ২০২১ সালের আইপিএল শেষ হওয়ার কয়েকদিন পরেই ২২ গজকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। ২০০৮ সালের পর এই প্রথমবার ২০২২ সালের আইপিএল মরশুমে খেলতে দেখা যাবে এবি ডিভিলিয়ার্সকে। ১৪ বছরের আইপিএল ক্যারিয়ারের ১১ বছর ডিভিলিয়ার্স কাটিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে এই দলে বিরাট কোহলির সঙ্গে ডিভিলিয়ার্সের দীর্ঘদিনের জুটি কারও অজানা নয়। এক সাক্ষাৎকারে বিরাট জানালেন প্রথম এবি ডিভিলিয়ার্সের অবসরের বিষয়টি শোনার পর তার কী প্রতিক্রিয়া ছিল। বিরাট পত্নী অনুষ্কা শর্মাও কি জানতেন যে ডিভিলিয়ার্স ২০২১ মরশুমের শেষেই অবসর নেবেন! বিষয়টি খোলসা করলেন স্বয়ং কোহলি।
আরসিবির দলের পক্ষ থেকে করা এই ভিডিওতে নানা বিষয়ে আলোকপাত করেছেন তিনি। আরসিবি ভিডিয়োটি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছে। যেখানে কোহলি জানিয়েছেন ডিভিলিয়ার্সের ‘ভয়েস নোট’ শোনার পর তার কি প্রতিক্রিয়া হয়েছিল। বিরাট বলেন ‘বিষয়টা খুব অদ্ভুত লেগেছিল। আমি বলতে চাইছি সেই দিনটা আমার এখনও মনে আছে যখন ডিভিলিয়ার্স চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল অবসর নেওয়ার বিষয়ে। মনে আছে সেইদিন আমরা দুবাই থেকে ফিরছিলাম বিশ্বকাপ খেলার পরবর্তীতে। তখন আমি ওই ভয়েস নোটটা পাই।’
তিনি আরও যোগ করেন ‘আমরা ড্রাইভ করে বাড়ি ফিরছিলাম। অনুষ্কা আমার সঙ্গে ছিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম। ও প্রথম কথাটাই আমাকে বলেছিল আমাকে বলতে হবে না। বিষয়টা ও জানত। শেষ আইপিএলে আমি একটা ইঙ্গিত পেয়েছিলাম। ও (এবিডি) আমাকে মাঝে মধ্যে ইঙ্গিত দিত। আমার আর ওর ঘর পাশাপাশি ছিল আমাকে বলেছিল কফি খেতে খেতে আমরা কয়েকদিন আড্ডা দেব। তখন আমার মনে হয়েছিল এইরকম (অবসর) কিছু একটা ঘটতে পারে।’
For all the latest Sports News Click Here