IPL 2022: উমরানকে অনায়াসে মিডিয়াম পেসারের মতো খেললেন রুতুরাজ, মন্ত্রমুগ্ধ রবি
এ মরশুমের শুরুটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জন্য একেবারেই মনমতো হয়নি। দলের ওপেনার রুতুরাজের ক্ষেত্রেও শুরুটা ছিল ভয়ঙ্কর। প্রথম পাঁচ ইনিংসে তাঁর স্কোর ছিল যথাক্রমে ০, ১, ১, ১৬, ১৭। তবে হালে তিনি ধীরে ধীরে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রুতুরাজ গায়কোয়াড় ৫৭ বলে ৯৯ রানের এক অসাধারণ ইনিংস খেলেন। এক রানের জন্য শতরান হাতছাড়া করলেও ছয়টি চার ও সমসংখ্যক ছক্কায় সাজানো রুতুরাজের ইনিংস সকলকেই প্রভাবিত করেছে। তাঁর খেলায় মুগ্ধ প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীও। রুতুর প্রশংসা করে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শাস্ত্রী লেখেন, ‘আরজির খেলায় পছন্দ করার মতো অনেক কিছুই রয়েছে। আগুনে গতির বলকে মিডিয়াম পেসের মতো খেলে। ও সময়মতো ঠিক জায়গায় পৌঁছে যাবে। আজকের ইনিংসটা ক্লাসিক ছিল।’
এখানে আগুনে গতিব বোলার বলতে যে এখনও পর্যন্ত আইপিএলে সবচেয়ে দ্রুত গতির বল করা উমরান মালিকের কথাই বলা হচ্ছে, তা বুঝতে কারুরই অসুবিধা হওয়ার কথা নয়। উমরানের বিরুদ্ধে রুতু আগ্রাসী ভঙ্গিমায় একাধিক বাউন্ডারি মারেন। এই ম্যাচেই ওপেনিং পার্টনার ডেভন কনওয়ের সঙ্গে মিলে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের পার্টনারশিপ (১৮২) গড়ে ফেলেন রুতু। পাশাপাশি মাত্র ৩১ ম্যাচে হাজার আইপিএল রান করে ফেলেন তিনি, যা সচিন তেন্ডুলকরের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম। রুতু যে লম্বা রেসের ঘোড়া, তা বুঝতে খুব একটা কসরত করতে হয় না।
For all the latest Sports News Click Here