IPL 2022: আচরণবিধি ভেঙে ম্যাচ ফি কাটা গেল রানার, ভর্ৎসিত বুমরাহ
পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পরেও ধাক্কা খেতে হল কলকাতা নাইট রাইডার্সকে। উল্টোদিকে হারের যন্ত্রণার পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসারকে পড়তে হল শাস্তির কবলে।
আইপিএলের আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগে ১০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে কেকেআর-এর নীতিশ রানার। তিরস্কৃত করা হয়েছে মুম্বইয়ের জসপ্রীত বুমরাহকে।
আইপিএল কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘নীতিশ রানার ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। আইপিএলের কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান লঙ্ঘন করেছেন তিনি। তার জন্যই নীতিশ রানার ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে।’
বুমরাহও আইপিএলের কোড অফ কন্ডাক্টের লেভেল ওয়ান আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই তাঁকেও ভর্ৎসিত হতে হয়েছে। প্রসঙ্গত আইপিএলের নিয়ম অনুযায়ী, আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের করলে ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।
একেই খুব একটা ভালো ছন্দে নেই নীতিশ রানা। বুধবার মুম্বইয়ের বিরুদ্ধেও মাত্র ৭ বলে ৮ রান করেছিলেন তিনি। তবে প্যাট কামিন্স তাণ্ডবের জেরে ২৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিত গিয়েছে কেকেআর।
এদিকে মুম্বই বুধবার হারের হ্যাটট্রিক করে ফেলেছে। যার জেরে পয়েন্ট টেবলের একেবারে নীচে ৯ নম্বরে নেমে গিয়েছে তারা। শুধুমাত্র দশে থাকা সানরাইজার্স হায়দরাবাদের থেকে সামান্য এগিয়ে রয়েছে মুম্ব। যদিও মুম্বইয়ের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে হায়দরাবাদ।
For all the latest Sports News Click Here