IPL 2022: অধিনায়কের নাম ঘোষণা RCB-র, কোহলির জুতোতে পা গলালেন প্রোটিয়া তারকা
আরসিবি-তে বিরাট কোহলির জুতোয় পা গলাবেন কে? এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে শনিবার ঘোষণা করা হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের নাম। ২০২২ আইপিএল আরসিবি-কে নেতৃত্ব দেবেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু’প্লেসি।
কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব ছাড়ার ঘোষণার পর থেকেই নতুন অধিনায়ক নিয়ে জল্পনা শুরু হয়। আর ২০২২ আইপিএল নিলামের পর থেকে সেই জল্পনায় যেন নতুন রং যুক্ত হয়েছে। কোহলির পরিবর্ত অধিনায়ক হিসেবে মূলত উঠে এসেছিল গ্লেন ম্যাক্সওয়েল এবং ফাফ ডু’প্লেসির নাম। শেষ পর্যন্ত ডু’প্লেসিকেই নেতার মুকুট পড়াল বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি দলটি।
চেন্নাই সুপার কিংসে গত বার বেশ ভালো পারফরম্যান্স করেছিলেন ফাফ। তবে সিএসকে থেকে এ বার বেঙ্গালুরুর টিম ফাফকে দলে নেয় মূলত অধিনায়ক হিসেবে মনোনীত করেই। ৭ কোটিতে তাঁকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর শনিবার সরকারি ভাবে অধিনায়ক হিসেবে ডু’প্লেসির নাম ঘোষণা করে দিল আরসিবি।
ডু’প্লেসি আইপিএলের বেশি সময়টাই কাটিয়েছেন সিএসকে-তে। ২০১২-‘১৫ টানা চেন্নাইয়ের জার্সিতে খেলার পর মাঝে দু’বছর পুনে সুপারজায়ান্টসে খেলেছিলেন তিনি। এর পর ফের ২০১৮-তে সিএসকে-তে ফিরে যান। গত বছর পর্যন্ত সেখানেই খেলেছিলেন। এ বার আরসিবি-তে একেবারে নতুন ভূমিকায়, নতুন চ্যালেঞ্জ নিয়ে যোগ দিয়েছেন।
কোহলির হাত ধরে ট্রফি পায়নি বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজি টিম। এমন কী এখনও পর্যন্ত আইপিএল ট্রফি অধরা আরসিবি-র। দেখার, অধিনায় ফাফ ডু’প্লেসি ব্যাঙ্গালোরের ভাগ্য ফেরাতে পারেন কিনা! প্রথম বার আইপিএল ট্রফি জয়ের স্বাদ এনে দিতে পারেন কিনা!
For all the latest Sports News Click Here