IPL 2022: অধিনায়ক ভাইকে দেখে কেন হাসবেন ক্রুণাল! কারণ জানালেন হার্দিক
শুভব্রত মুখার্জি: আর ছয় দিন পরেই শুরু হবে চলতি মরশুমের আইপিএলের আসর। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস এবং গতবারের রানার্স আপ কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলের দল সংখ্যা ৮ থেকে বেড়ে ১০ হয়েছে। নতুন দল হিসেবে যুক্ত হয়েছে গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস। দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্স দলে একসাথে খেলার পরে ‘বিচ্ছেদ’ হয়েছে দুই পান্ডিয়া ভাই হার্দিক এবং ক্রুণালের। হার্দিক যখন একদিকে গুজরাট টাইটানসের নেতৃত্ব সামলাবেন, তখন লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) দলের হয়ে খেলবেন ক্রুণাল পান্ডিয়া। সেই প্রসঙ্গে বলতে গিয়েই হার্দিক জানিয়েছেন তাকে ২২ গজে টস করতে যেতে দেখলে ভাই ক্রুণাল খুব হাসবেন। কারণ তাকে ভাই কোন দিন অধিনায়ক হিসেবে আলাদা করে দেখেননি।
আইপিএলের ১৫ সংস্করণে নতুন দুই দল গুজরাট টাইটানস ও লখনউ সুপারজায়ান্টস অংশ নিচ্ছে। হার্দিক পান্ডিয়াকে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দেওয়ার পর নিলামের আগেই ১৫ কোটি টাকা দিয়ে তাকে দলে নেয় গুজরাট টাইটানস। অন্যদিকে, কে এল রাহুলের নেতৃত্বে লখনউ সুপারজায়ান্টাসের হয়ে খেলবেন ক্রুণাল পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স তাকে ছেড়ে দেওয়ার পরে গত ফেব্রুয়ারিতে নিলামে ৮ কোটি ২৫ লক্ষ টাকার বিনিময়ে ক্রুণালকে কেনে লখনউ। আগামী রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই নতুন দুই দল একে অপরের মুখোমুখি হবে প্রথমবার।
বলা ভালো প্রথমবার আইপিএলের মঞ্চে দুই ভাই একে অপরের মুখোমুখি হবে। যা দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট ভক্তরা। আগামী রবিবারের ম্যাচ সম্পর্কে সম্প্রতি আইপিএল ওয়েবসাইটে এক সাক্ষাৎকার দিয়েছেন হার্দিক। এই সাক্ষাৎকারেই হার্দিক মন্তব্য করে বলেছেন, ‘যখন টসের সময় গিয়ে দাঁড়াব, ক্রুণাল তাকিয়ে হাসবে। কারণ ক্রুণাল কোনও দিনই আমাকে অধিনায়ক হিসেবে দেখেনি।’ হার্দিক মনে করেন এতে মজা হবে খুব। প্রথম টসটাই মজার হবে কারণ কে এল রাহুল ও আমি যখন টসের জন্য গিয়ে দাঁড়াব, ক্রুণাল পাশেই থাকবে। ও আমার দিকে তাকিয়ে হাসবে, কারণ কোনও দিনও আমায় এই ভূমিকায় দেখেনি।
For all the latest Sports News Click Here