IPL 2021: ‘গ্রেটেস্ট’ দল CSK-র উদাহরণ দিয়ে SRH ম্যানেজমেন্টকে ঠুকলেন শ্রীবৎস
এ মরশুমটা চূড়ান্ত হতাশাজনক কেটেছে সানরাইজার্স হায়দরাবাদের জন্য। একেই মাঠে জঘন্য় পারফরম্যান্স, তার উপর মরশুমের মাঝপথে ডেভিড ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলার পাশপাশি দল থেকেও সম্পূর্ণভাবে বাদ সিদ্ধান্তে শোরগোল পড়ে যায় গোটা ক্রিকেট মহলে। এবার নাম না করে সানরাইজার্স ম্যানেজমেন্টকে ঠুকলেন শ্রীবৎস গোস্বামী।
চেন্নাই সুপার কিংসের আইপিএল জয়ের পর, তাদের ‘গ্রেটেস্ট’ আইপিএল দলের তকমা দিয়ে চেন্নাইয়ের ম্যানেজমেন্টের ভূয়সী প্রশংসা করেন শ্রীবৎস। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, ‘সর্বসেরা আইপিএল থেকে কী কী শিক্ষা নেওয়া যায়- অভিজ্ঞতাকে দাম দেওয়া, খেলোয়াড়দের খারাপ সময় থেকে বেরিয়ে যথেষ্ট সময় দেওয়া, খেলোয়াড়দের নিজেদের দক্ষতা প্রদর্শনের স্বাধীনতা দেওয়া, বন্ধ ঘরে মিটিংয়ের বদলে অনুশীলনে ওয়ান-ওয়ান সেশন, যেসব সদস্যরা খেলছে না, তাদের যথেষ্ট সম্মান দেওয়া।’
শ্রীবৎস মুখে না বললেও তাঁর ইশারা যে সানরাইজার্সের দিকেই, তা বুঝতে কাউকেও খুব বেশি কসরত করতে হয়না। বহু বছর ধরে পরের পর মরশুমে ধারাবাহিকভাবে ডেভিড ওয়ার্নার রান করার পর, একটা খারাপ মরশুমের ভিত্তিতে তাঁকে যেমনভাবে ছেঁটে ফেলা হয়, তা নিয়ে অনেকেই আপত্তি তোলেন। এমনকী সানরাইজার্স সমর্থকরাও এই সিদ্ধান্তে নিজেদের ক্ষোভ উগড়ে দেন। শ্রীবৎসের এহেন পোস্ট যে সানরাইজার্স ম্যানেজমেন্টের ব্যর্থতাকেই ফের তুলে ধরে, সে বিষয়ে কোন সন্দেহ নেই।
For all the latest Sports News Click Here