IPL শেষ হলেই UAE-র পথে নাইট রাইডার্স! আরবিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগে শাহরুখ খানের দল
এবার সংযুক্ত আরব আমিরশাহির পথে পা বাড়াল শাহরুখ খানের নাইট রাইডার্স। আসন্ন UAE টি-২০ লিগে দেখা যাবে নাইট রাইডার্সকে। কারণ আরবিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনে ফেললেন শাহরুখ খান। আরব দেশে শাহরুখের দলের নাম আবু ধাবি নাইট রাইডার্স।
আইপিএলের দু’বারের বিজয়ী দল কলকাতা নাইট রাইডার্স ক্রিকেট বিশ্বে জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি দল। ভারতীয় ফ্র্যাঞ্জাইজি লিগ ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও এই দল সবচেয়ে সফল। ইতিমধ্যেই মার্কিন ক্রিকেটেও বিনিয়োগ করার সিদ্ধান্ত জানিয়েছেন শাহরুখ খান। এবার সংযুক্ত আরব আমিরশাহির ফ্র্যাঞ্চাইজি লিগে দল কিনল তারা।
নতুন দল কিনে কেকেআরের সহ কর্ণধার শাহরুখ খান একটি বিজ্ঞপ্তিতে দিয়েছেন। সেখানে কিং খান জানিয়েছেন, ‘গত বেশ কয়েকবছর ধরে আমরা নাইট রাইডার্স ব্র্যান্ডকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমিরশাহিতে ক্রিকেট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার দিকেও আমরা কড়া নজর রেখেছি। আমার কোনও সংশয় নেই যে এই লিগ সফল হবে।’
বৃহস্পতিবার নাইট রাইডার্সের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে,আমিরশাহি ক্রিকেট যে টি-২০ লিগ শুরু করতে চলেছে, সেই লিগের আবু ধাবির ফ্র্যাঞ্জাইজির মালিকানা কিনে নিয়েছে নাইট রাইডার্স গ্রুপ। আবু ধাবি স্টেডিয়ামই হতে চলেছে নাইটদের নতুন এই দলের হোম ভেন্যু। UAE ক্রিকেট সংস্থা খুব দ্রুত নিজেদের আলাদা টি-২০ টুর্নামেন্ট শুরু করতে চলেছে। নাইট রাইডার্স ব্র্যান্ডের সেই লিগের সঙ্গে যুক্ত হয়ে যাওয়াটা আমিরশাহি ক্রিকেটের জন্য ভাল বিজ্ঞাপন।
এদিকে নাইট রাইডার্সের মালিক KRG গ্রুপ গোটা বিশ্বে নাইট রাইডার্স ব্র্যান্ডটি ছড়িয়ে দিতে চাইছেন। সেই লক্ষ্যেই আবু ধাবির লিগে দল কিনে ফেলেছে নাইটরা। আপাতত আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স (TKR), এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটে দল রয়েছে নাইট রাইডার্সের। নাইট রাইডার্স ক্রিকেট গ্রুপের অধীনে এটি চার নম্বর ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে।
For all the latest Sports News Click Here