IPL লিগ টেবলে বড় পতন KKR-এর, RCB দিল লাফ, বদলে গেল কমলা আর বেগুনি টুপির তালিকা
বৃহস্পতিবার ডাবল হেডারের ম্যাচের পর পুরো বদলে গিয়েছে পয়েন্ট টেবল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যেমন উঠে এসেছেন পাঁচে, তেমনই কেকেআর আটে নেমে গিয়েছে। দিল্লি দশ নম্বরে থাকলেও প্রথম পয়েন্টের খাতা খুলেছে। এ দিকে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষ স্থানের দখল নিয়েছেন মহম্মদ সিরাজ। অরেঞ্জ ক্যাপের তালিকায় বিরাট কোহলি আবার প্রথম পাঁচে ফিরে এসেছেন।
এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:
১) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ৬, জয়: ৪, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: ১.০৪৩
২) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ৬, জয়: ২, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৮, নেট রানরেট: ০.৭০৯
৩) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ৫, জয়: ৩, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: ০.২৬৫
৪) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ৫, জয়: ৩, পরাজয়: ২, ড্র:০, পয়েন্ট: ৬, নেট রানরেট: ০.১৯২
৫) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ৬, জয়: ৩, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.০৬৮
৬) টিম- মুম্বই ইন্ডিয়ান্স, ম্যাচ: ৫, জয়: ৩, পরাজয়: ২, ড্র: ০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.১৬৪
৭) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ৬, জয়: ৩, পরাজয়: ৩, ড্র:০, পয়েন্ট: ৬, নেট রানরেট: -০.২৯৮
৮) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ৬, জয়: ২, পরাজয়: ৪, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: ০.২১৪
৯) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ৫, জয়: ২, পরাজয়: ৩, ড্র: ০, পয়েন্ট: ৪, নেট রানরেট: -০.৭৯৮
১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ৬, জয়: ১, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ০, নেট রানরেট: -১.১৮৩
অরেঞ্জ ক্যাপের আপডেটেড তালিকা:
১) ফ্যাফ ডু’প্লেসি- ফ্যাফ এক নম্বর জায়গাই ধরে রেখেছেন। তিনি আপাতত বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে। ৬ ম্যাচে তাঁর মোট সংগ্রহ এখন ৩৪৩ রান। সর্বোচ্চ অপরাজিত ৮৪। গড় ৬৮.৬০। স্ট্রাইকরেট ১৬৬.৫০।
২) ডেভিড ওয়ার্নার- টানা ৫ ম্যাচে হারের পর ছয় নম্বর ম্যাচে জয়ে ফিরেছে দিল্লি ক্যাপিটালস। দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ফের হাফসেঞ্চুরি করেছেন। সেই সঙ্গে কমলা টুপির লড়াইয়ে দুই নম্বরে উঠে এসেছেন ডিসি অধিনায়ক। তাঁর মোট রান এখন ২৮৫। সর্বোচ্চ ৬৫। গড় ৪৭.৫০। স্ট্রাইকরেট ১২০.৭৬।
৩) বিরাট কোহলি- পঞ্জাব কিংসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি হাঁকিয়ে কমলা টুপির লড়াইয়ে ফের প্রথম পাঁচে ফিরে এসেছেন কোহলি। ৫ ম্যাচে তিনি ২৭৯ রান করে উঠে এসেছেন লিগ তালিকার তিনে। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮২। গড় ৫৫.৮০। স্ট্রাইকরেট ১৪২.৩৪।
৪) জোস বাটলার- ৬ ম্যাচে মোট ২৪৪ রান করেছে বাটলার কমলা টুপির তালিকায় রয়েছেন চারে। তাঁর সর্বোচ্চ স্কোর ৭৯। গড় ৪০.৬৭। স্ট্রাইকরেট ১৪৬.৯৮।
৫) বেঙ্কটেশ আইয়ার- দিল্লির বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ হন। শূন্যতে আউট হন বেঙ্কটেশ। ৬ ম্যাচে মোট ২৩৪ রান করে আপাতত তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন বেঙ্কটেশ। সর্বোচ্চ স্কোর ১০৪। গড় মাত্র ৩৯.০০। স্ট্রাইকরেট ১৬৮.৩৪।
৬) শিখর ধাওয়ান- শিখর ধাওয়ান চোটের কারণে দলের হয়ে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। ৪ ম্যাচ খেলে মোট ২৩৩ রান করে তিনি কমলা টুপির তালিকায় ছয়ে রয়েছেন। তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ৯৯। গড় ১১৬.৫০। আর স্ট্রাইকরেট ১৪৬.৫৪।
পার্পল ক্যাপের আপডেটেড তালিকা:
১) মহম্মদ সিরাজ- পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে মহম্মদ সিরাজ বেগুনি টুপির তালিকায় একে উঠে এল। ৬ ম্যাচে তাঁর উইকেট এখন ১২। ইকোনমি রেট ৬.৭০। সেরা পারফরম্যান্স ২১/৪।
২) মার্ক উড- এই মুহূর্তে ৪ ম্যাচ খেলে ১১টি উইকেট নিয়েছে মার্ক উড। তিনি রয়েছেন দুই নম্বরে। ইকোনমি রেট ৮.১২। সেরা পারফরম্যান্স ১৪/৫।
৩) যুজবেন্দ্র চাহাল- পার্পল ক্যাপের তালিকায় তিনে নেমে গেলেন যুজি। ছয় ম্যাচে মোট ১১টি উইকেট রয়েছে যুজবেন্দ্র চাহালের দখলে। তাঁর ইকোনমি রেট ৮.২৫। সেরা পারফরম্যান্স ১৭/৪।
৪) রশিদ খান- পার্পল ক্যাপের তালিকায় চারে রয়েছেন রশিদ। পাঁচ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যাও এখন ১১। তিনি যুজি, উডের ঘাড়েই চড়ে বসে রয়েছেন। তাঁর ইকোমি রেট ৮.৩০। সেরা পারফরম্যান্স ৩১/৩।
৫) মহম্মদ শামি- পার্পল ক্যাপের তালিকায় পাঁচে রয়েছেন শামি। ৫ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা ১০। ইকোমি রেট ৮.৩৫। সেরা পারফরম্যান্স ২৫/৩।
৬) তুষার দেশপাণ্ডে- ৫ ম্যাচে তুষার দেশপাণ্ডের মোট উইকেট সংখ্যা এখন ১০। তিনি রয়েছেন ছয়ে। তাঁর ইকোমি রেট ১১.৪০। সেরা পারফরম্যান্স ৪৫/৩।
For all the latest Sports News Click Here