IPL-র ম্যাচেও ফাঁকা অসমের স্টেডিয়াম, ‘বাইরের’ দল বলেই কি মুখ ফেরাল গুয়াহাটি?
গতবারের মতো এবারের আইপিএলেও অংশ নিয়েছে মোট ১০টি দল। আর এই ১০টি দল ১২টি শহরে তাদের ম্যাচ খেলবে। ১০টি ফ্র্যাঞ্চাইজি নিজেদের শহর বাদেও অন্য শহরে নিজেদের হোম ম্যাচ খেলবে। যেমন রাজস্থান রয়্যালস অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে হোম ম্যাচ খেলবে। তেমনই পঞ্জাব কিংস ধরমশালায় তাদের হোম ম্যাচ খেলবে।
তেমনই এদিন গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং পঞ্জাব কিংস। কিন্তু এই ম্যাচে একটা অবাক করার মতো ঘটনা ঘটল। বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৪০ হাজার দর্শক সংখ্যা থাকলেও, পুরো মাঠ ভরল না। স্টেডিয়ামের একাংশ পুরো ফাঁকা দেখা গেল। হঠাৎ কেন এমন পরিস্থিতি, প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
সম্প্রতি লখনউ সুপার জায়ান্টস ম্যাচেও দেখা গিয়েছে লখনউয়ের স্টেডিয়াম পুরো ভর্তি হয়নি। প্রথমবার নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে নামে লখনউ। কিন্তু সেই ভাবে সমর্থকরা না আসায় স্বাভাবিক ভাবেই হতাশ প্রত্যেকে। এবার একই ঘটনা ঘটল গুয়াহাটিতে। এমনিতে আইপিএলে গুয়াহাটি নেই। সেখানকার সমর্থকরা যাতে আইপিএল দেখার থেকে বঞ্চিত না থাকেন, সেই জন্য বর্ষাপাড়ায় ম্যাচ দেওয়া হয়েছে। কিন্তু আইপিএলের ম্যাচ পেয়েও খালি দেখা এই স্টেডিয়ামের একাংশ।
কেন খালি থাকছে স্টেডিয়ামের আসন? বিশেষজ্ঞরা বেশ কিছু কারণ খুঁজে পেয়েছেন। অনেকেই মনে করছেন, সপ্তাহের মাঝামাঝি সময়ে খেলা হওয়ায় অনেক সমর্থকই কর্ম ব্যাস্ততার জন্য খেলা দেখতে আসতে পারেননি। অনেকে আবার এও বলেছে, যেহেতু হোম টিম নেই, তাই মাঠে না আসার সিদ্ধান্ত নিয়েছেন অনেকে।
যদি সেটাই হয়, তাহলে লখনউ বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ ছিল ১ এপ্রিল শনিবার। সেই দিন অধিকাংশ অফিস বন্ধ থাকে। তাহলে কেন সমর্থকরা মাঠে এলেন না। যেখানে প্রথমবার নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে নামে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস। স্টেডিয়াম ভর্তি না হওয়ায় স্বাভাবিক হওয়ায় মাথায় হাত পড়েছে ফ্র্য়াঞ্চাইজি কর্তাদের।
অবার অন্য ছবি দেখা গিয়েছে চেন্নাই ম্য়াচে। যেখানে চিপক পুরো হাউসফুল হয়ে যায়। এমনকী এও জানা গিয়েছে বেশ কিছু ম্য়াচের টিকিটও আগেই শেষ হয়ে গিয়েছে। আইপিএলের এমন ঘটনা নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here