IPL-র পরেই সোজা WTC ফাইনাল, ওয়ার্কলোড নিয়ে চিন্তায় থাকলেও আশাবাদী দ্রাবিড়রা
হাতে গোনা মাত্র কয়েক দিনের ব্যবধান। একেবারে ভিন্ন ফরম্যাটে নামতে হচ্ছে ভারতীয় দলের ক্রিকেটারদের। ২৮ মে আইপিএল শেষ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেদিন ম্যাচ ভেস্তে যায়। ফলে ২৯ মে রিজার্ভ ডে’তে ফাইনাল অনুষ্ঠিত হয়। মাঝরাত পর্যন্ত খেলা চলে। আইপিএল শেষ হতে না হতেই আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে বসছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আসর। সেখানে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি ফরম্যাট থেকে কয়েক দিনের মধ্যেই টেস্ট খেলতে হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। এটা যে বেশ চিন্তার বিষয় ভারতীয় টিম ম্যানেজমেন্টর জন্য তা বলার অপেক্ষা রাখে না। খুব অল্প কয়েক দিনের ব্যবধানে যাতে ক্রিকেটাররা সাদা বল থেকে লাল বলে মানিয়ে নিতে পারেন তার জন্য টুর্নামেন্ট শুরুর বেশ কিছুদিন আগেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন রাহুল দ্রাবিড়রা। আইপিএলের জন্য তিনটি ব্যাচে ইংল্যান্ড গিয়েছে ভারতীয় দল।
যারা প্রথম এবং দ্বিতীয় ব্যাচে গিয়েছে তারা ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারাও। তবে পরপর টুর্নামেন্ট খেলার ক্রিকেটারদের ওয়ার্কলোডও চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। বিসিসিআই টিভিতে একটি সাক্ষাৎকারে ভারতীয় দলের ফিল্ডিং কোচ দিলীপ টি ক্রিকেটারদের ওয়ার্কলোড প্রসঙ্গ তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘পরপর টুর্নামেন্ট খেলছে ক্রিকেটাররা। ফলে ওয়ার্কলোড প্রসঙ্গ ওঠা একেবারেই স্বাভাবিক। তবে আমারও চেষ্টা করছি যতটা সম্ভব ওদের বিশ্রাম দিয়ে অনুশীলন করানোর। তবে আমরা বেশি ফোকাস করছি ক্যাচ ধরার। কারণ লাল বল এবং সাদা বল একেবারেই আলাদা। তাই বেশি ক্যাচিং অনুশীলন করছি।’
ভারতীয় বোলারদের ওয়ার্কলোড চিন্তায় রেখেছে বোলিং কোচ পরশ মামব্রেকেও। তিনি জানিয়েছেন, ‘অবশ্যই পরপর টুর্নামেন্ট খেললে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। বিশেষ করে পেসাররা। টি-টোয়েন্টিতে অনেকটাই পরিশ্রম করতে হয় বোলারদের। পাশাপাশি টেস্টে আবার এক টানা বল করে যেতে হয়। খুব অল্প সময়ের মধ্যে মানিয়ে নেওয়া কঠিন হলেও আমাদের বোলাররা মানিয়ে নিতে পারবে। তবে এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে ঠান্ডা আবহাওয়া। আমরা কয়েকদিন এখনও হাতে সময় পাব। ফলে সমস্যা হবে না।’
পাশাপাশি টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর মনে করেন, অন্য ফরম্যাটে খেলে এসে টেস্ট খেলা খুব অল্প কয়েক দিনে ব্যবধানে সেটা খুবই কঠিন। বিরাটদের ব্যাটিং কোচ বলেন, ‘লম্বা ফরম্য়ান্টের টুর্নামেন্ট থেকে এসে লাল বলের সঙ্গে মানিয়ে নেওয়া তাও আবার খুব অল্প কয়েক দিনের মধ্যে, ব্যাটারদের জন্য সত্যি কঠিন কাজ। তবে আমাদের দলে টেস্ট স্পেশালিস্ট ক্রিকেটারও রয়েছে। যা আমাদের অ্যাডভান্টেজ। তবে অধিকাংশই আইপিএল খেলে এসেছে। তবে এখনও টুর্নামেন্ট শুরু হতে বেশ কয়েকদিন সময় রয়েছে। আশা করছা লাল বলের সঙ্গে ওরা মানিতে নিতে পারবে।’
For all the latest Sports News Click Here