IPL-র কারণে WTC ফাইনালের প্রস্তুতি লাটে, চিন্তায় দ্রাবিড়রা- রিপোর্ট
শুভব্রত মুখার্জি: আইপিএলের ১৬ তম মরশুম প্রায় শেষের পথে। ইতিমধ্যেই নিশ্চিত হয়ে গিয়েছে প্লে-অফের চারটি দল। ২৮ মে হবে ফাইনাল ম্যাচ। আর আইপিএলের ফাইনালের মাত্র কয়েকদিন বাদেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী ৭ জুন থেকে ওভালে ডব্লুটিসির ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। চারটি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে রয়েছেন একাধিক ভারতীয় ক্রিকেটার। যাঁরা খেলবেন এই ডব্লুটিসি ফাইনালে। ফলে তাঁদের হাতে প্রস্তুতির সময় অত্যন্ত কম থাকছে। পাশাপাশি টানা ম্যাচ খেলার ধকলও রয়েছে। সবমিলিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
বিসিসিআই সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটারদের তিন ভাগে উড়িয়ে নিয়ে যাওয়া হবে ইংল্যান্ডে। ইতিমধ্যে প্রথম দফায় কয়েকজন ইংল্যান্ডের উদ্দেশে উড়ে গিয়েছে। তবে আজ বিরাট কোহলির যাওয়ার কথা থাকলেও তিনি যাননি।
কয়েকদিন আগেই ভারত ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ডব্লুটিসি ফাইনালের জন্য। যে দলে কামব্যাক ঘটেছে ভারতের প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানের। শ্রেয়স আইয়ার চোট পাওয়ার ফলে তাঁর জায়গাতেই দলে জায়গা হয়েছে রাহানের। ডব্লুটিসির ভারতীয় দলের থাকা যেসব বোলার আইপিএলে এখনও খেলছেন, তাঁদের নেটে ওয়ার্কলোড বাড়ানোর নির্দেশ দিয়েছে বিসিসিআই। তবে এদিকেও খেয়াল রাখতে হবে, যাতে করে খুব বেশি ম্যাচ লোড না হয়ে যায় বোলারদের উপরে।
সূত্রের খবর, ভারতীয় দলের সাপোর্ট স্টাফরা ইতিমধ্যেই প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস নিয়ে আলাদাভাবে খোঁজ খবর শুরু করেছেন। প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলা হয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে আইপিএল চলাকালীন ভারতীয় দলে থাকা ক্রিকেটাররা কি লাল বলে আদৌও অনুশীলন করেছেন? বা করতে পেরেছেন? ক্রিকেটাররা নাকি বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন যে আলাদা করে তাঁদেরকে এরকম কোনও সেশন নাকি দেওয়াই হয়নি।
টিম ম্যানেজমেন্টের তরফে আইপিএলের শুরুতে বোলারদের লোড ম্যানেজমেন্টের নির্দেশ দেওয়া হয়। তবে মে মাসে সেই ওয়ার্কলোড বাড়ানোর কথাও বলা হয়। ধরে নেওয়া হচ্ছে, প্রতিদিন ৯০ ওভার করে খেলতে হবে অর্থাৎ ছয় ঘণ্টা মাঠে কাটাতে হবে ক্রিকেটারদের। সেইমতো যাতে তাঁদের শরীরও প্রস্তুত থাকে, সেই ব্যবস্থাই করার চেষ্টা করছে বিসিসিআই। ক্রিকেটারদের তরফেও বিসিসিআইকে জানানো হয়েছে, যেহেতু আইপিএলের কারণে প্রায় একদিন বাদে বাদেই তাদের সফর করতে হচ্ছে, তাই তাঁদের বডি রিকভার করার সুযোগ পাচ্ছে না। ফলে সবমিলিয়ে আইপিএলের কারণে ভারতীয় দলের লাল বলের প্রস্তুতিতে কিছুটা হলেও ঘাটতি থেকে গিয়েছে । যা ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।
For all the latest Sports News Click Here