IPL-র ইতিহাসে নজির গড়লেন ধোনি, প্রথম খেলোয়াড় করলেন এমন কাজ!
প্রথম দু’বলে ছক্কা, তৃতীয় বলে আউট – আইপিএলে প্রথমবার এরকম নজির তৈরি হল। সেই নজির থাকলেন মহেন্দ্র সিং ধোনি। সেইসঙ্গে আইপিএলের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার প্রথম বলেই ছক্কা মারলেন চেন্নাই সুপার কিংস (সিএসকে) অধিনায়ক। সোমবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে যে প্রথম বলে ছক্কা মারেন, সেটা ধোনির আইপিএলের কেরিয়ারের দ্বিতীয়বার হল। প্রথমবার যখন ধোনি সেই কাজটা করেছিলেন, তখনও লখনউয়ের বিরুদ্ধে খেলছিল চেন্নাই (২০২২ সালে)।
সোমবার চিপক স্টেডিয়ামে চেন্নাইয়ের ইনিংসের ১৯.১ ওভারে ক্রিজে আসেন ধোনি। প্রথম বলেই ছক্কা মারেন। অষ্টম স্টাম্পে বল রাখেন মার্ক উড। লেংথ বল ছিল। ডিপ থার্ডম্যানের দূর দিয়ে ছক্কা মারেন ধোনি। যে শট দেখে ফেটে পড়ে চিপক। যা আরও বাড়ে দ্বিতীয় বলের পর। কারণ দ্বিতীয় বলের পরিণতিও এক হয়। এবার স্কোয়ার লেগের বাউন্ডারির উপর দিয়ে বলটা উড়ে যায়। ষষ্ঠ স্টাম্পে বাউন্সার করেন উড। যা দূরে পাঠিয়ে দেন ধোনি।
আরও পড়ুন: CSK vs LSG IPL 2023: রুতুরাজের ছক্কায় তুবড়ে গেল স্টেডিয়ামে রাখা পুরস্কারের গাড়ি, ৫ লক্ষ টাকা গেল চ্যারিটিতে- ভিডিয়ো
তৃতীয় বলে অবশ্য ধোনি আউট হয়ে যান। অফস্টাম্পের বাইরে বল রাখেন উড। লক্ষ্যটা ছিল যে ধোনির থেকে যতটা দূরে বলটা রাখা হয়। ধোনি অবশ্য ছাড়েননি। প্রথম বলের মতো ছক্কা মারতে যান। তবে ব্যাটের নীচের দিকে বল লাগে। ফলে এবার আর বাউন্ডারির বাইরে বলটা যায়নি। রবি বিষ্ণোইয়ের হাতে জমা পড়েন।
আরও পড়ুন: CSK vs LSG, TATA IPL 2023 Live: মেয়ার্সের পরে আউট দীপক হুডা ও কেএল রাহুল
সেই ইনিংসের সুবাদে আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম দুটি ছক্কা মেরে তৃতীয় বলে আউট হওয়ার নজির গড়েন ধোনি। তবে সার্বিকভাবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে এরকম ঘটনা চতুর্থবার হল। বাকিরা কবে, কোন লিগে সেই কাজটা করেছিলেন, তা দেখে নিন –
- কেমার রোচ, ২০১৩ সাল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)।
- আকিল হোসেন, ২০১৭ সাল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)।
- কায়রন পোলার্ড, ২০১৯ সাল, পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here