IPL -র ইতিহাসে ধীরগতির স্ট্রাইকরেটের ইনিংস, লজ্জার তালিকায় কেএল র
শুভব্রত মুখার্জি: চলতি আইপিএল-এ বারবার সমালোচনার মুখে পড়তে হচ্ছে ভারতীয় সিনিয়র দলের নিয়মিত সদস্য তথা ডানহাতি ব্যাটার লোকেশ রাহুলকে। তাঁর নেতৃত্বে লখনউ সুপার জায়ান্টস চলতি আইপিএলে মোটামুটি ভাবে ধারাবাহিক পারফরম্যান্স করছেন। তবে রাহুল বারবার সমালোচনার মুখে পড়ছেন তাঁর ধীরগতির ব্যাটিংয়ের জন্য। ঠিক যেমনটি ঘটল শনিবার একানা স্টেডিয়ামে। সেখানে গুজরাট টাইটানসের বিরুদ্ধে এতটাই ধীরগতিতে ব্যাটিং করলেন তিনি যে ইনিংসের শেষ পর্যন্ত মাঠে থেকেও দলকে জেতাতে ব্যর্থ হলেন রাহুল। পাশাপাশি গড়ে ফেললেন এক লজ্জার এক নজিরও।
আরও পড়ুন… ভিডিয়ো: পঞ্জাবের বিরুদ্ধে এক ওভারে ৩১ রান! মু্ম্বইয়ের হয়ে লজ্জার নজির সচিন পুত্র অর্জুনের
আইপিএলে অন্ততপক্ষে ৬০ বল খেলে এক ইনিংসে সবথেকে মন্থর স্ট্রাইকরেট রাখা ব্যাটারদের তালিকায় তুলে ফেললেন নিজের নাম। এই তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি। ২০০৯ সালে ডারবানে মুম্বই বনাম পঞ্জাব ম্যাচে তিনি ৬৩ বল খেলে তিনি করেছিলেন ৫৯ রান। স্ট্রাইক রেট ৯৩.৬৫। দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যারন ফিঞ্চ। ২০১৪ সালে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মু্ম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে ফিঞ্চ ৬২ বলে করেছিলেন ৬৮ রান। তাঁর স্ট্রাইক রেট ছিল ১০৯.৬৮। শনিবার লখনউয়ের একানা স্টেডিয়ামে গুজরাটের বিরুদ্ধে ৬১ বলে কেএল রাহুল করেন ৬৮ রান। এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১১১.৪৮।
আরও পড়ুন… CSK vs SRH: এই পিচে কমপক্ষে ১৬০ রান করা যেত- দলের ব্যাটারদের উপর চটলেন SRH-এর ক্যাপ্টেন মার্করাম
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন শুভমন গিল। তিনি ২০২০ সালে আবুধাবিতে কেকেআর বনাম এসআরএইচ ম্যাচে ৬২ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। তখন তাঁর স্ট্রাইক রেট ছিল ১১২.৯। ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংসের মধ্যে হওয়া মোহালিতে ম্যাচেও ডেভিড ওয়ার্নার ৬২ বল খেলে ৭০ রানে অপরাজিত ছিলেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১১২.৯।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
ম্যাচের কথা বললে, এ দিনের ম্যাচে জয়ের জন্য ১৩৬ রান তাড়া করতে নেমে কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস দল ১২৮ রানেই আটকে যায়। লখনউ দলের ক্যাপ্টেন কেএল রাহুল ৬১ বলে ৬৮ রান করেন। কাইল মায়ার্স ২৪ এবং ক্রুণাল পান্ডিয়া ২৩ রান করে ছিলেন। এ ছাড়া আর কোনও ব্যাটার বলার মতন রান করতে পারেননি। ফলে লো স্কোরিং ম্যাচে ৭ রানে হারতে হল লখনউ সুপার জায়ান্টসকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here