IPL ম্যাচের মধ্যে দিল্লির মাঠে ফ্যানদের মারপিট, চলল লাথি-ঘুষি, ভাইরাল ভিডিয়ো
গ্যালারিতে তুমুল মারপিট একদল সমর্থকের। যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনদের দাবি, শনিবার দিল্লিতে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের সময় সেই ঘটনা ঘটেছে। যা নিয়ে নেটিজেনদের একাংশ মজা করতে থাকেন। তেমনই কয়েকজন বলতে থাকেন, ‘দিল্লিতে স্বাগত।’ কেউ কেউ আবার মজা করে বলেন, ‘WWE হল। তাে জিতল কে, সেটা বলতে হবে তো।’
শনিবার দিল্লিতে সানরাইজার্সের বিরুদ্ধে নামেন ডেভিড ওয়ার্নাররা। লিগ তালিকার নীচের দিকে দুই লড়াইয়ে নয় রানে জিতে গিয়েছে ভুবনেশ্বর কুমারদের সানরাইজার্স। ওই ম্যাচের মধ্যে একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা মাঠের নয়, বরং গ্যালারির দৃশ্য। যা দেখে হইচই শুরু করেছেন নেটিজেনরা। শুরু করেছেন মজা।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েকজন সমর্থক হুড়োহুড়ি করছেন। তারইমধ্যে একজনকে ঠেলে ফেলে দেন অপরজন। পালটা ওই ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেন কয়েকজন ব্যক্তি। যিনি উলটোদিকে পড়ে যান, তিনি আবার শুয়ে-শুয়েই লাথি মারতে থাকেন। ততক্ষণে আবার উলটোদিকে যিনি পড়ে যান, তিনিও এসে ঘুষি মারেন। সপাটে চড়ও কষিয়ে অপরজনকে ফেলে দেন। যিনি মারছিলেন, তাঁকেই আবার ফেলে মারতে থাকেন।
আরও পড়ুন: KKR vs GT: GT জিততে KKR-কে ‘অপমান’ গিলের, খেপে লাল নাইট ফ্যানরা, বললেন ‘অহংকারই পতনের কারণ’
ওই ভিডিয়ো দেখে নেটিজেনরা আবার হাসাহাসি শুরু করেন। এক নেটিজেন বলেন, ‘দিল্লিতে এসব কি ছোটখাটো বিষয়?’ অপর একজন বলেন, ‘দল তো লড়াই করছে না। তাই ওদের কিছু একটা কাজের দরকার ছিল।’ অপর একজন বলেন, ‘শেষ দুটি দলের জন্য লড়াই করছে।’ অপর একজন বলেন, ‘এই ম্যাচটা আরও বেশি বিনোদনের।’ অনেকে আবার মজা করে বলতে থাকেন, এই ম্যাচটা কে জিতল, সেটা তো জানাতে হবে।
আরও পড়ুন: KKR captain on GT loss: ‘এরকম ক্যাচ ফেললে আলাদা কোনও ফল হবে না’, সুয়াশকে ঝাড় KKR ক্যাপ্টেন নীতীশের
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here