IPL ফাইনালে শেষ ২ বলে চার-ছক্কা হাঁকানো ব্যাটটি অজয়কে উপহার দেন জাদেজা, কে তিনি?
সোমবার যে ব্যাট দিয়ে মোহিত শর্মার শেষ ২টি বলে ছয়-চার মেরে চেন্নাই সুপার কিংসকে আইপিএল চ্যাম্পিয়ন করেন রবীন্দ্র জাদজা, সেটি পাওয়ার জন্য উৎসুক থাকবে যে কোনও সংগ্রহশালা। ব্যাটটি স্মারক হিসেবে নিজের কাছে রেখে দেবেন জাদেজা, এমনটা ভাবাই নিতান্ত স্বাভাবিক। তবে নতুন প্রজন্মকে উদ্দীপ্ত করতে তিনি এক্ষেত্রে যে কাজটি করেন, তাতে জাদেজার মহানুভবতারই পরিচয় পাওয়া যায়।
আসলে তিনি ব্যাটটি উপহার দেন অজয় মণ্ডলকে। বহু ক্রিকেটপ্রেমীর মনে প্রশ্ন জাগতে পারে যে, কে এই অজয় মণ্ডল? ২৭ বছরের বাঁ-হাতি অল-রাউন্ডার যে চেন্নাই সুপার কিংসের আইপিএলজয়ী এই দলেরই সদস্য, এটাই হয়ত জানা নেই অনেকের।
অজয় মণ্ডল হলেন ছত্তিশগড়ের অল-রাউন্ডার, যাঁকে ২০ লক্ষ টাকার বিনিময়ে দলে নেয় চেন্নাই সুপার কিংস। যদিও কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। সেটাই অবশ্য স্বাভাবিক। সারা আইপিএল জুড়ে মোট ১৮ জন ক্রিকেটারকে মাঠে নামালেও সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়ার পরে বেশিরভাগ ম্যাচে নির্দিষ্ট ১২ জন ক্রিকেটারকে নিয়েই লড়াই চালায় চেন্নাই। ২৫ জনের স্কোয়াডের বাকিদের বসে থাকতে হয় রিজার্ভ বেঞ্চে।
আরও পড়ুন:- IND vs AUS: বহু অভিযোগ সত্ত্বেও ডিউক বলে খেলা হবে ভারত-অস্ট্রেলিয়া WTC Final, জানিয়ে দিল ICC, কারা সুবিধা পাবে?
বেন স্টোকসের মতো মহাতারকাকেও মাঠের বাইরে বসিয়ে রাখে চেন্নাই। অজয় মণ্ডলের মতো শেক রশিদ, ভগত বর্মা, সিমরজিৎ সিং, সুভ্রাংশু সেনাপতি, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কিরাও কোনও ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি।
দলের এহেন আনকোরা সতীর্থকেই নিজের মূল্যবান ব্যাটটি উপহার দেন জাদেজা। সোশ্যাল মিডিয়ায় অজয় নিজেই জানিয়েছেন সেকথা। ব্যাটটির ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আশা করি ফাইনালে স্যার রবীন্দ্র জাদেজার শেষ ২ বলে ১০ রান করার কথা আপনাদের মনে আছে। তার পরে সেই ব্যাটটিই তিনি আশীর্বাদ হিসেবে আমাকে দিয়েছেন।’
আরও পড়ুন:- হয় প্লে-অফ, না হয় শেষের দিক থেকে চার নম্বরে, IPL-এ KKR-এর ধারাবাহিকতার সামনে পাত্তা পাবে না CSK-ও
উল্লেখ্য, অজয় মণ্ডল ঘরোয়া ক্রিকেটের সংক্ষিপ্ত কেরিয়ারে প্রভাবশালী পারফর্ম্যান্স উপহার দিয়েছেন। তিনি এখনও পর্যন্ত ২৯টি ফার্স্ট ক্লাস, ২৩টি লিস্ট-এ ও ৩৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৩২০ রান করার পাশাপাশি বাঁ-হাতি স্পিন বোলিংয়ে ১০৩টি উইকেট নিয়েছেন তিনি। অজয় লিস্ট-এ ক্রিকেটে ৩৭৫ রান করেছেন এবং ২৫টি উইকেট সংগ্রহ করেছেন। টি-২০ ক্রিকেটে ২৪৬ রান করেছেন তিনি। সেই সঙ্গে উইকেট নিয়েছেন ২৮টি। চেন্নাইয়ের হয়ে মাঠে নামতে না পারলেও জাদেজাদের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছেন অজয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here