IPL: প্রধান কোচ এবং ক্রিকেট ডিরেক্টরকে ছাঁটছে RCB, কে হবেন কোহলিদের নতুন কোচ?
২০২৪ আইপিএলের জন্য দলগুলো নতুন করে সেজে উঠছে। শুধু প্লেয়ার বদল নয়। কোচ বদলেও দলে নতুন রং আনার চেষ্টা চলছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই (আরসিবি) যেমন পরবর্তী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরশুমের জন্য প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার এবং ক্রিকেট ডিরেক্টর মাইক হেসনকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই তারা নতুন কোচের সন্ধান করতে শুরু করে দিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি অনুযায়ী, বেঙ্গালুরুর এই ফ্র্যাঞ্চাইজি টিমটি আইপিএল শিরোপা জিততে মুখিয়ে রয়েছে। তারা শুরু থেকে আইপিএল খেললেও, এখনও শিরোপা জয়ের স্বাদ পায়নি। তারা ২০২৩ সালে প্লে-অফেও উঠতে পারেনি। ছয় নম্বরে শেষ করেছিল। যে কারণে ২০২৪ মরশুমে কোচ বদলে ভাগ্য বদলাতে চাইছে আরসিবি। মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গারকে ছেঁটে ফেললেও, বর্তমান বোলিং কোচ অ্যাডাম গ্রিফিথের বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিয়েছে, সেটা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: যাঁর বলে ভেবলে গিয়েছেন সূর্য-পূজারারা, দক্ষিণাঞ্চলকে দায়িত্ব নিয়ে দলীপে চ্যাম্পিয়ন করেছেন,কে এই কাভেরাপ্পা?
হেসন এবং বাঙ্গারের সঙ্গে আরসিবি আইকন বিরাট কোহলির খুব ভালো সম্পর্ক। তবে নতুন মরশুমের জন্য ফ্র্যাঞ্চাইজি দলটি এখন এমন কাউকে পেতে আগ্রহী, যে তাদের প্রথম আইপিএল শিরোপা দিতে সাহায্য করবে। শিরোপা জয়ের জন্য মুখিয়ে রয়েছে আরসিবি। প্রসঙ্গত, দলটি ২০২৩ সংস্করণে প্লে-অফেও উঠতে পারেনি। স্বাভাবিক ভাবেই আরসিবি-র ভক্ত এবং অনুরাগীরা তীব্র হতাশায় ভুগছেন।
এখনও এটা স্পষ্ট নয় যে, আরসিবি একজন বিদেশী প্রধান কোচই বেছে নেবে, নাকি একজন ভারতীয়কে কোচ হিসেবে নিয়োগ করবে। সবটাই আপাতত আলোচনার মধ্যে রয়েছে।
আরও পড়ুন: দীর্ঘ অপেক্ষা, জাতীয় দলের জার্সি পরার সময়ে হয়তো কেঁদে ফেলব- আবেগে ভাসছেন KKR তারকা
এদিকে অন্যান্য দলগুলি ইতিমধ্যে তাদের কোচিং সেটআপকে আকার দিতে শুরু করেছে। লখনউ সুপার জায়ান্টস অ্যান্ডি ফ্লাওয়ারের পরিবর্তে অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারকে তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। ফ্লাওয়ার প্রাক্তন জিম্বাবোয়ের অধিনায়ক, যিনি ইতিমধ্যেই অন্যান্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলছেন। এবং অন্য দলের কোচ হিসেবে আইপিএলের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আইপিএলে লখনউয়ের অভিষেকের পর ফ্লাওয়ারের হাত ধরেই দু’মরশুমে প্লে-অফে উঠেছিল দল। তবে ফাইনালে উঠতে পারেনি তারা।
এদিকে পন্টিংকে হেড কোচ হিসেবে রেখে গিলেও, দিল্লি ক্যাপিটালস দুই সহকারী কোত অজিত আগরকর এবং শেন ওয়াটসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। যদিও আগরকারকে দিল্লির দায়িত্ব ছাড়তেই হত। কারণ তিনি ভারতের পুরুষ টিম নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন।
কলকাতা নাইট রাইডার্স সম্ভবত প্রধান কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিতকেই রেখে দিচ্ছেন। সহকারী পরিবর্তন হচ্ছে কিনা, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। বাকি দলগুলো নিয়েও সরকারি ভাবে এখনও কিছু জানা যায়নি।
For all the latest Sports News Click Here