IPL নিলামে ৭.৫ কোটি টাকা!‘ভয়ে’ অ্যাকাউন্ট ফ্রিজ করতে চাইলেন ইংরেজ পেসারের স্ত্রী
আইপিএলে ৭.৫ কোটি টাকা দর পেয়েছেন। তা যেন কম্পিউটার গেমের মতো অবাস্তব মনে হচ্ছিল। এমনটাই জানালেন ইংরেজ তারকা মার্ক উড। সেইসঙ্গে তারকা পেসার জানান, নিলামে ৭.৫ কোটি টাকা দর ওঠার পরেই স্ত্রী মজা করে বলেছিলেন যে সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে, যাতে সেই টাকা হাতছাড়া না হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ানে উড বলেছেন, ‘কত টাকায় নেওয়া হচ্ছে, তা নিশ্চিত হয়ে যাওয়ার পর সারা (স্ত্রী) জানতে চায় যে কত পাউন্ড পাচ্ছি – আমাদের হয়ত সব অ্যাকাউন্ট ফ্রিজ করতে হবে, যাতে সেই অর্থ হাতছাড়া না হয়।’ সঙ্গে ইংরেজ তারকা বলেন, ‘তবে আমি অত্যন্ত উচ্ছ্বসিত ছিলাম। এটা যেন কম্পিউটার গেমের মতো মনে হচ্ছিল – প্রায় বাস্তব না হওয়ার মতো। ফুটবল ম্যানেজার ট্রান্সফার যেমন হয়। কিন্তু আপনার সঙ্গে যখন চুক্তি হয়, তখন সেটা বাস্তবেই হয়।’
এবারের আইপিএলে ৭.৫ কোটি টাকায় উডকে দলে নিয়েছে গৌতম গম্ভীরদের লখনউ সুপার জায়েন্টস। গত বছর অবশ্য পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে আইপিএলের নিলাম থেকে নাম তুলে নিয়েছিলেন উড। এবার একেবারে পরিস্থিতি অন্যরকম ছিল। আইপিএলের মেগা নিলামের জন্য অন্য পরিকল্পনা থমকে ছিল। ওই ব্রিটিশ সংবাদমাধ্যমে ৩২ বছরের ইংরেজ তারকা উড বলেন, ‘অস্ট্রেলিয়ায় থাকাকালীন (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজের জন্য) বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। সেজন্য সপ্তাহান্তে আমরা সেখানে যেতাম। কিন্তু আইপিএলের নিলামকারী মঞ্চে অসুস্থ হয়ে পড়ায় সবকিছু থমকে গিয়েছিল। আমাদের বেরোতে দেরি হয়েছিল।’
For all the latest Sports News Click Here