IPL নিলামে সর্বাধিক খেলোয়াড় জম্মু-কাশ্মীরের! বাংলার ১১ জন, কাউকে নেবে KKR?
এবার আইপিএল নিলামে বাংলা থেকে মোট ১১ জন খেলোয়াড় লড়াই করতে চলেছেন। তাৎপর্যপূর্ণভাবে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে সবথেকে বেশি সংখ্য়ক রাজ্যস্তরের ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন।
বাংলা থেকে কারা কারা আইপিএলের নিলামে থাকছেন এবং তাঁদের বেস প্রাইজ কত?
বাংলা থেকে ১১ জন খেলোয়াড় আইপিএল নিলামে থাকছেন। তাঁদের মধ্যে থেকে কাউকে কি নেবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)? গত কয়েক বছর ধরে কেকেআর একজনও বাংলার খেলোয়াড় থাকছেন না। এবার কি নিলামে বাংলার কোনও খেলোয়াড়কে নেবে কেকেআর ম্যানেজমেন্ট?
আরও পড়ুন: Bangladesh players in IPL Auction 2022: শাকিব থেকে লিটন – IPL নিলামে বাজিমাত করতে তৈরি বাংলাদেশের এই ৪ খেলোয়াড়
- অভিমন্যু ঈশ্বরণ: উইকেটকিপার তালিকায় আছেন বাংলার অধিনায়ক। যিনি আপাতত বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দলে আছেন। তবে প্রথম একাদশে সুযোগ পাননি। বেস প্রাইজ ২০ লাখ টাকা।
- মুকেশ কুমার: বাংলার পেসারের বেস প্রাইজ ২০ লাখ টাকা। যিনি ইন্ডিয়া ‘এ’ দলের হয়ে নিজের জাত চিনিয়েছেন।
- রবি কুমার: বাঁ-হাতি ফাস্ট মিডিয়াম বোলারেরও বেস প্রাইজ ২০ লাখ টাকা।
- ইশান পোড়েল: আগে পঞ্জাব কিংসে ছিলেন। এবার তাঁকে মিনি নিলামের পরীক্ষায় বসতে হবে। বেস প্রাইজ ২০ লাখ টাকা।
- সুদীপ কুমার ঘরামি: বাংলার ‘তিন নম্বর’ এবার ব্যাটারদের তালিকায় নাম নথিভুক্ত করেছেন। বেস প্রাইজ ২০ লাখ টাকা।
- অগ্নিভ পান: উইকেটকিপার হিসেবে অগ্নিভ নাম নথিভুক্ত করেছেন। বেস প্রাইজ ২০ লাখ টাকা।
- অভিষেক পোড়েল: মারকুটে উইকেটকিপার ও ব্যাটারও এবার আইপিএলের নিলামে থাকছেন। তাঁর বেস প্রাইজ ২০ লাখ টাকা।
- প্রয়াস বর্মণ: আনক্যাপড অলরাউন্ডারের তালিকায় প্রয়াসের নাম আছে। তাঁরও বেস প্রাইজ ২০ লাখ টাকা।
- ঋত্বিক চট্টোপাধ্যায়: তাঁর বেস প্রাইজ ২০ লাখ টাকা। আনক্যাপড অলরাউন্ডারের তালিকায় আছেন।
- গীতপুরী: বাংলার বাঁ-হাতি ফাস্ট মিডিয়াম বোলার এবার নিলামে থাকছেন। তাঁর বেস প্রাইজ ২০ লাখ টাকা।
- ঋত্বিক রায়চৌধুরী: বাংলার আরও এক প্রতিনিধি আনক্যাপড অলরাউন্ডারদের তালিকায় আছেন। তাঁর বেস প্রাইজ ২০ লাখ টাকা।
আরও পড়ুন: IPL Auction 2022: নাম কাটা গেল ৫৮৬ ইচ্ছুক ক্রিকেটারের, IPL-র নিলামের চূড়ান্ত তালিকায় ৪০৫ জন
কোন রাজ্য সংস্থা থেকে সবথেকে বেশি সংখ্যক খেলোয়াড় আছেন?
- জম্মু ও কাশ্মীর: ২১ জন।
- কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং দিল্লি: ১৬ জন।
- পঞ্জাব: ১৫ জন।
- রাজস্থান: ১৩ জন।
- হরিয়ানা এবং মুম্বই: ১২ জন।
- বাংলা: ১১ জন।
- কেরল, অন্ধ্রপ্রদেশ, বরোদা এবং ঝাড়খণ্ড: ১০ জন।
- হিমাচল প্রদেশ এবং ছত্তিশগড়: নয়জন।
For all the latest Sports News Click Here