IPL দেখছে প্রীতির যমজ ছেলে-মেয়ে, পঞ্জাব কিংসের সমর্থকরাও পেয়ে গেল লাকি চার্মস
এবারের আইপিএলের মাঠে দেখা মিলবে না প্রীতি জিন্টার। এই খবরে একটু তো মন খারাপ হয়েইছিল পঞ্জাব কিংসের সমর্থকদের। আর তাই তো সব্বাইকে চিয়ারআপ করতে দুই ছেলে-মেয়ের ছবি শেয়ার করলেন মাম্মা প্রীতি। যেখানে দেখা যাচ্ছে, এখন থেকেই ম্যাচ দেখতে ব্যস্ত দুই খুদে। ছবিটি তুমুল ভালোবাসা কুড়িয়েছে সকলের।
জয় আর জিয়া টিভিতেই দেখছে তাদের প্রথম IPL। পঞ্জাব কিংসের প্রথম ম্যাচ ছাড়া যায় নাকি। আর যেই না পঞ্জাব হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু-কে, সমর্থদের উচ্ছ্বাস, ‘এই তো পেয়ে গিয়েছি লাকি চার্মস’।
ছবিটি শেয়ার করে প্রীতি লেখেন, ‘নতুন টিম, নতুন ক্যাপ্টেন আর নতুন ভক্তরা। ধন্যবাদ পঞ্জাব কিংস টিমকে এত রান তাড়া করেও খুব সুন্দরভাবে ম্যাচটা জিতিয়ে দেওয়ার জন্য। সঙ্গে জয় আর জিয়ার প্রথম আইপিএল স্মরণীয় করে তোলার জন্যও সকলকে ধন্যবাদ। আমি হাসি বন্ধই করতে পারছি না।’
ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছে এই ছবিতে। একজন লিখেছেন, ‘জয় আর জিয়ার হাত দিয়েই যেন ট্রফি আসে ঘরে এই কামনা করছি’, আরেকজন লিখেছেন, ‘এবারের ট্রফি পঞ্জাবের, কেউ আটকাতে পারবে না।’ আরেক সমর্থক লিখেছে, দল ফাইনালে উঠলে যেন অন্তত মাম্মা প্রীতি মাঠে নিয়ে আসে দুই ছেলে-মেয়েকে। যদিও এখন দেশের বাইরে আছেন অভিনেত্রী। সেখানেই তিনি সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মা হয়েছেন।
১৮ নভেম্বর মা হওয়ার খবর দিয়ে সকলকে চমকে দিয়েছিলেন প্রীতি। সন্তানদের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রীতি লিখেছিলেন, ‘হাই! আমি আমাদের একটা দারুণ খবর আপনাদের সাথে ভাগ করে নিতে এলাম। আমি আর জিন আনন্দে পাগল হয়ে গিয়েছি, ভালোবাসায় আমাদের হৃদয় ভরে গিয়েছে কারণ আমরা ঘরে এনেছি আমাদের দুই যমজ সন্তান জয় আর জিয়াকে। নিজেদের জীবনের এই নতুন অধ্যায় নিয়ে আমরা আনন্দিত।’
For all the latest entertainment News Click Here