IPL খেলার সময় ওয়ার্কলোডের কথা মনে থাকে না? রোহিতদের কড়া সমালোচনা গাভাসকরের
বিশ্বকাপের ব্যর্থতার পরে ভারতীয় দলে পরিবর্তন অনিবার্য বলে দাবি করলেন সুনীল গাভাসকর। সানির মত, টিম ইন্ডিয়ায় বড়সড় পরিবর্তন হওয়া দরকার। ক্রিকেটারদের অযথা প্রশ্রয় দেওয়া উচিত নয় বিসিসিআইয়ের, এমনই জোরালো দাবি পেশ প্রাক্তন অধিনায়কের।
বিশেষ করে ওয়ার্কলোড নিয়ে ক্রিকেটারদের যে বায়ানাক্কা, তাতে নির্বাচকদের আমল দেওয়া উচিত নয় বলেই মত গাভাসকরের। প্রাক্তন তারকা ভারতীয় ক্রিকেটারদের কড়া সমালোচনা করে প্রশ্ন তোলেন যে, আইপিএলের সময় কারও ওয়ার্কলোডের কথা মাথায় আসে না কেন? বিসিসিআই থেকে মোটা টাকা রিটেনার ফি নিয়েও লো-প্রোফাইল বিদেশ সফর থেকে সরে দাঁড়ানোর যে মানসিকতা দেখা যায় টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারদের মধ্যে, তা বদল হওয়া দরকার বলে মত প্রকাশ করেন গাভাসকর।
আরও পড়ুন:- T20 World Cup Final: যাঁর বদান্যতায় ২০১৯-এ বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড, এবার ফাইনালে ফের দেখা যাবে সেই আম্পায়ারকে
Aaj Tak-এর আলোচনায় সানি বলেন, ‘(ভারতীয় দলে) অবশ্যই পরিবর্তন হবে। সেটা হওয়া উচিতও। বিশ্বকাপে জিততে না পারলে পরিবর্তন হওয়া স্বাভাবিক। নিউজিল্যান্ড সফরে যে দল যাচ্ছে, তাতে বদল চোখে পড়ছে। এই যে ওয়ার্কলোড-ওয়ার্কলোড বলে চিৎকার করা হয়, সেটা শুধু ভারতের হয়ে খেলার সময়েই কেন শোনা যায়? আপনি আইপিএলের সারা মরশুমে মাঠে নামছেন। সেখানে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়। তখন ক্লান্ত মনে হয় না? শুধু ভারতের হয়ে খেলার সময় ওয়ার্কলোডের কথা মাথায় আসে? বিশেষ করে যখন ম্যাড়ম্যাড়ে বিদেশ সফরে উড়ে যায় দল, তখন ওয়ার্কলোড ম্যানেজ করতে হয়? এটা ঠিক নয়।’
আরও পড়ুন:- T20 World Cup: বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের দৌড়ে দুই ভারতীয় তারকা, জোর টক্কর দুই পাক ক্রিকেটারের সঙ্গে
গাভাসকর আরও বলেন, ‘ওয়ার্কলোড ও ফিটনেস একসঙ্গে গুরুত্ব পেতে পারে না। যদি আপনি ফিট হন, তবে ওয়ার্কলোডের প্রশ্ন আসছে কোথা থেকে? আপনাকে দলে নেওয়া হচ্ছে। যথেষ্ট রিটেনার ফি দেওয়া হচ্ছে। যদি ওয়ার্কলোডের কারণে খেলতে না পারেন, তবে রিটেনার ফি কাটা হোক। ম্যাচ না খেললে তো টাকা কেটে নেওয়া উচিত। টাকা কাটা গেলে তখন দেখবেন অনেকে ওয়ার্কলোড ভুলে মাঠে নামছেন। বিসিসিআইয়ের উচিত, ক্রিকেটারদের কড়া বার্তা দেওয়া।’
For all the latest Sports News Click Here