IPL খেলতে সবথেকে মরিয়া অজিরা! এবার নিলামে উঠবে মোট ৯৯১ খেলোয়াড়ের নাম
এবার আইপিএলের নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন ৯৯১ জন খেলোয়াড়। সেই তালিকায় যেমন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশের খেলোয়াড়রা আছেন, তেমনই আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া, স্কটল্যান্ডের মতো দেশের খেলোয়াড়রাও আছেন।
আইপিএলের নিলামের জন্য নথিভুক্ত খেলোয়াড়দের বিষয়ে তথ্য
- মোট ৯৯১ জন নাম নথিভুক্ত করেছেন। তাঁদের ৭১৪ জন ভারতীয় খেলোয়াড়। বাকি ২৭৭ খেলোয়াড় বিদেশি।
- ১৮৫ জন ‘ক্যাপড’ খেলোয়াড় আছেন। ‘আনক্যাপড’ খেলোয়াড়ের সংখ্যা ৭৮৬।
- ‘ক্যাপড’ ভারতীয় খেলোয়াড়: ১৯ জন।
- ‘ক্যাপড’ আন্তর্জাতিক খেলোয়াড়: ১৬৬ জন।
- আইপিএলের নিলামের জন্য আইসিসির অ্যাসোসিয়েট দেশের ২০ জন খেলোয়াড় নাম নথিভুক্ত করেছেন।
- আগে আইপিএলে খেলা ‘আনক্যাপড’ ভারতীয় খেলোয়াড়: ৯১ জন।
- আগে আইপিএলে সুযোগ পাওয়া ‘আনক্যাপড’ আন্তর্জাতিক খেলোয়াড়: তিনজন।
- ‘আনক্যাপড’ ভারতীয় খেলোয়াড়: ৬০৪ জন।
- ‘আনক্যাপড’ আন্তর্জাতিক খেলোয়াড়: ৮৮ জন।
- আফগানিস্তান: ১৪ জন খেলোয়াড়।
- অস্ট্রেলিয়া: ৫৭ জন খেলোয়াড়। আইপিএলের নিলামের জন্য এবার যে দেশ থেকে (ভারত ছাড়া) সর্বাধিক সংখ্যক খেলোয়াড় নাম নথিভুক্ত করেছে, সেটা হল অস্ট্রেলিয়া।
- বাংলাদেশ: ছয়জন খেলোয়াড়।
- ইংল্যান্ড: ৩১ জন খেলোয়াড়।
- আয়ারল্যান্ড: আটজন খেলোয়াড়।
- নামিবিয়া: পাঁচজন খেলোয়াড়।
- নেদারল্যান্ডস: সাতজন খেলোয়াড়।
- নিউজিল্যান্ড: ২৭ জন খেলোয়াড়।
- স্কটল্যান্ড: দু’জন খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকা: ৫২ জন খেলোয়াড়।
- শ্রীলঙ্কা: ২৩ জন খেলোয়াড়।
- সংযুক্ত আরব আমিরশাহি: ছয়জন খেলোয়াড়।
- ওয়েস্ট ইন্ডিজ: ৩৩ জন খেলোয়াড়।
- জিম্বাবোয়ে: ছয়জন খেলোয়াড়।
আরও পড়ুন: T10 League 2022: শেষ ওভারে লাগত ২০ রান – ব্র্যাভোকে ৬,৬, ৪,৪ মেরে জেতালেন পোলার্ড! ফ্লপ KKR তারকা
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নিজেদের স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রাখে, তাহলে এবারের নিলামে ৮৭ জন দল পাবেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৩০ জন বিদেশি খেলোয়াড় হতে পারবেন।’
আরও পড়ুন: ‘ক্রিকেটারদের দোষ দিন, IPL-কে কেন?’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দিকে আঙুল তোলা সমালোচকদের এক হাত নিলেন গম্ভীর
আইপিএলের নিলাম কবে হবে?
আগামী ২৩ ডিসেম্বর কোচিতে আইপিএলের মিনি নিলাম হবে। গতবারই আইপিএলের মেগা নিলাম হয়েছে। এবার মিনি নিলাম থেকে মূলত নিজেদের ফাঁকফোকর ভরাট করবে বিভিন্ন দলগুলি।
For all the latest Sports News Click Here