IPL খুবই অসংবেদশীল, বিস্ফোরক মন্তব্য রস টেলরের
শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটকে দীর্ঘদিন আলবিদা জানিয়েছেন নিউজিল্যান্ডের স্টার ক্রিকেটার রস টেলর। সম্প্রতি রিলিজ হয়েছে তার আত্মজীবনী। পল থমাসের লেখা সেই ‘রস টেলর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নামক আত্মজিবনীতে রস টেলরের আইপিএলের প্রতি ‘অভিমান’ প্রকাশ পেয়েছে। যেখানে ‘অভিমানের’ সুরে টেলর বলেছেন ‘অসংবেদনশীল’ আইপিএলের জন্য নাকি তার কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। আরসিবি তাকে দলে নিলেই নাকি তার কেরিয়ার আরও দীর্ঘায়িত হতে পারত!
টেলর তার বইতে লিখেছেন ‘মিলিয়ন ডলারে যখন আপনাকে কেনা হয় তখন বেশ ভালোই লাগে। আমার পক্ষে ভালো হত যদি আরসিবি আমাকে দীর্ঘ সময়ের জন্য সাড়ে ৯ লক্ষ ডলারের বিনিময়ে কিনত। যদি তারা সেটা করত, তাহলে সেটা আমার চতুর্থ আইপিএল হত। আইপিএল খুবই ‘অসংবেদনশীল’, তবে যারা দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়ে আসছে তাদের প্রতি লয়্যালটি রয়েছে। ফলে সেটা হলে একটি নির্দিষ্ট ফ্রাঞ্চাইজির ক্রিকেটার হিসেবে আমার আইপিএলের কেরিয়ার দীর্ঘায়িত হতে পারত।’
তিনি আরও জানিয়েছেন ‘অন্যদিকে আমি যদি আরসিবিতেই থেকে যেতাম তাহলে খেলাটার গ্রেট যেমন বীরেন্দ্র সেহওয়াগ, শেন ওয়ার্ন, মাহেলা জয়াবর্ধনে, যুবরাজ সিংদের সঙ্গে একসঙ্গে আমার খেলা হত না।’ প্রসঙ্গত আইপিএলে পরবর্তী সময়ে ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন রস টেলর। পরবর্তীতে তিনি যোগ দিয়েছিলেন পুনে ওয়ারির্সে। ২০১৪ সালে তিনি ফের দিল্লিতে ফিরে আসেন। আর ঘটনাচক্রে এটাই রস টেলরের শেষ আইপিএল মরশুম ছিল।
For all the latest Sports News Click Here