IPL-কে দেখে শেখা উচিত, BPL-কে কার্যত বেকারই বলে দিলেন শাকিব!
মাঝে মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্যকলাপ নিয়ে সরব হতে দেখা যায় সেই দেশের ক্রিকেটারদের। অনেকেই বিভিন্ন ইসুতে মুখ খুলতে দেখা গিয়েছে। বহুবার একাধিক জিনিস নিয়ে সরব হতে দেখা গিয়েছে শাকিব আল হাসানকে। ফের একবার বাংলাদেশ ক্রিকেট নিয়ে মুখ খুললেন তিনি। এবারের আইপিএলে ব্যক্তিগত কিছু কারণের জন্য খেলতে আসেননি। তিনি আইপিএলে খেলতে না এসে বাংলাদেশে ঢাকা প্রিমিয়র লিগে খেলেছেন। সেখানে খেলা শেষ করে তিনি উড়ে গিয়েছেন আমেরিকায়। তারপর সেখান থেকে গিয়েছেন ইংল্যান্ডে। কারণ তিনি সেখানে একদিনের সিরিজ এবং টেস্ট ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু এই খেলার মাঝেই তিনি নিজের দেশের টি-টোয়েন্টি লিগকে নিয়ে মন্তব্য করলেন।
শাকিবের ঈদ উৎসব পালন করার কথা ছিল আমেরিকায়। কিন্তু তিনি তখন সেখানে না গিয়ে ঈদ পালন করেছেন পরিবারের সঙ্গে। এখন তিনি ইংল্যান্ডে রয়েছেন একদিনের সিরিজ এবং টেস্ট ম্যাচ খেলার জন্য। এইসব ম্যাচ খেলার আগেই তিনি নিজের দেশের প্রিমিয়ার লিগ সম্পর্কে বলেন, ‘ঢাকা প্রিমিয়র লিগ বাংলাদেশ প্রিমিয়র লিগের থেকে অনেক গোছানো। ঢাকা প্রিমিয়র লিগে অনেক দিন আগে থেকেই দল গঠন হয়ে যায়। দলে কি হবে না হবে সেটা আগে মরশুমে ঠিক হয়ে যায়। কিন্তু বাংলাদেশ প্রিমিয়র লিগে যখন ম্যাচ শুরু হয় তখনই এইগুলি ঠিক হয়।’
বাংলাদেশ প্রিমিয়র লিগের কদর বিদেশের মাটিতে নেই বলে মনে করেন শাকিব। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের এই প্রিমিয়র লিগগুলি অনেক দেশেই সম্প্রচার করা হয়। কিন্তু কেউ সেই ভাবে এই খেলাগুলি দেখে না। অন্য কোনও দেশের ক্রিকেটাররা যদি পাকিস্তান বা ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগে ভালো খেলে তাহলে তারা দলে ডাক পায়। কিন্তু বাংলাদেশ প্রিমিয়র লিগে কোনও ক্রিকেটার ভালো খেললেও তারা ডাক পায় না। এটা খুবই হতাশার। বাংলাদেশ প্রিমিয়র লিগের কোনও সম্প্রচার সেইভাবে নেই। বাংলাদেশের বিভিন্ন গ্রামে গ্রামে এই খেলাগুলি হয়। তবুও আমাদের কোনও সম্প্রচার হয় না। এটা বিশ্বাস করা সত্যিই খুব কঠিন।’
চলতি আইপিএলে শাকিবের কেকেআরের না খেললেও লিটনও ভারতে এসে খেলে গিয়েছেন। লিটন একটি ম্যাচে সুযোগ পায়। কিন্তু সেই ম্যাচে খারাপ খেলায় পরের ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়। কিন্তু তার কয়েক দিনের মধ্যেই তিনি আইপিএল ছেড়ে বাংলাদেশে উড়ে যান। তবে বর্তমানে লিটন এবং বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা ইংল্যান্ডে চলে গিয়েছে। ৯ মে থেকে আয়াল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু হবে।
For all the latest Sports News Click Here