IPL ও জাতীয় দলের ক্যাপ্টেন, হার্দিকের মন জয় করতে মরিয়া মাভি
শুভব্রত মুখার্জি: চোট আঘাতের সঙ্গে লড়াই করে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন শিবম মাভি। কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলা তরুণ প্রতিভাবান এই পেসারের লক্ষ্য শ্রীলঙ্কা সিরিজে একটি সুযোগ। জাতীয় দলের প্রথম একাদশে একটি সুযোগ পেয়ে পারফরম্যান্সের মধ্যে দিয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নজর কাড়তে চান মাভি। আর সেই কথাই এবার তিনি জানিয়ে দিলেন জনসমক্ষে।
প্রসঙ্গত সামনের মরশুমে আইপিএলে গুজরাট টাইটানস দলের হয়ে খেলবেন মাভি। ছয় কোটি টাকা খরচ করে তাঁকে দলে নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। পাশাপাশি ২০২৩ সালে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ সিরিজেও ভারতীয় দলে জায়গা হয়েছে তাঁর। ২৪ বছর বয়সি পেসার তারপরেই জানিয়ে দিলেন জাতীয় দলের হয়ে খেলতে, ভালো পারফরম্যান্স করতে কতটা মুখিয়ে রয়েছেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মাভি জানিয়েছেন ‘হার্দিক পান্ডিয়া প্রতিটি ক্রিকেটারকে সমর্থন করেন। তাঁর পাশে থাকেন। ও একজন অনবদ্য অধিনায়ক। প্রথমবারেই আইপিএলে খেলতে নেমে চ্যাম্পিয়ন হওয়া একেবারেই মুখের কথা নয়। গুজরাট টাইটানস দলকে ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। চ্যাম্পিয়ন করিয়েছে। ও বেশ ধীর, স্থির একজন ক্রিকেটার। বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে ও।’
তিনি আরও যোগ করেন ‘অধিনায়ক হিসেবে দারুণ ধূর্ত একজন অধিনায়ক ও। ও জানে কখন কাকে দিয়ে বোলিং করানো উচিত। কখন, কাকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে প্রোমোট করা উচিত। আমি জানি জাতীয় দলের প্রথম একাদশে জায়গা পাওয়াটা সহজ হবে না। তবে আমি আশা করছি আমি সুযোগ পাব। আর সুযোগ পেলে আমি ভালো পারফরম্যান্স করতে চাই। হার্দিক পান্ডিয়ার নজর কাড়তে চাই আমি। ভারতের হয়ে নিয়মিত খেলতে চাই আমি।’ উল্লেখ্য শেষ আইপিএলের মরশুমটা খুব একটা ভালো কাটেনি মাভির। কেকেআরের হয়ে খেলে মাত্র পাঁচ উইকেট পেয়েছিলেন তিনি। ইকোনমি রেট ছিল ১০.৩১। এরপরেই নেটে ফিরে গিয়ে নিজের বোলিং নিয়ে কাজ শুরু করেন মাভি। ডেথ বোলিংয়ের উপর কাজ শুরু করেন। বাউন্সার এবং ইয়র্কার বোলিংয়ের উপরও কাজ শুরু করেছেন তিনি। এরপরেই ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে ভালো খেলার পরেই তাঁর জন্য খুলে গিয়েছে জাতীয় দলের দরজা।
For all the latest Sports News Click Here