IPL-এ ভারতীয় তরুণরা এত পয়সা পাচ্ছে যে ভালো খেলার খিদে মরে যাচ্ছে, দাবি আক্রমের
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম, ২০২২ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-এর সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের লজ্জাজনক পরাজয়ের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সমালোচনা করেছেন। আক্রম প্রকাশ করেছেন কীভাবে আইপিএল-এ তরুণ ফাস্ট বোলারদের ধ্বংস করছে। এই সময় ওয়াসিম আক্রমও আভেশ খানের উদাহরণ টেনেছেন এবং বলেছিলেন যে কীভাবে বোলাররা একটি মরশুম খেলেই নিজেদের গতি হারাচ্ছে।
আরও পড়ুন… আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারিনি- সেমিতে হেরে হতাশ কোহলি
এ স্পোর্টসের প্যাভিলিয়ন শো-তে ওয়াসিম আক্রম বলেন,‘আইপিএলের কথা বলছি,এই মুহূর্তে এশিয়া কাপে আমার সব বন্ধু ভারতীয় সতীর্থ,যাদের সঙ্গে আমিও কাজ করেছি। আমরা সকলেই দেখা করেছি এবং কথা বলেছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলছিলাম যে ভারতীয় ফাস্ট বোলাররা যারা আসে,যা আমি লক্ষ্য করেছি,তাদের উদাহরণ হিসাবে আভেশ খানের মতো একজন ফাস্ট বোলার রয়েছে। তিনি ১৪৫ কিলোমিটার বেগে বল করতেন,তিনি ১৪০+ ধারাবাহিক করতেন,কিন্তু এক মরশুমের পরে তিনি ১৩০-এ নেমে আসেন। এক মরশুমেই গতি হারায় তারা।’
আরও পড়ুন… দ্রাবিড়-রোহিতের পরিবর্ত হিসাবে T20I তে নতুন কোচ ও অধিনায়কের নাম বললেন হরভজন সিং
ওয়াসিম আক্রম আরও বলেন,‘প্রথমে বিসিসিআইকে খতিয়ে দেখতে হবে কেন এমন হচ্ছে। কারণ তাঁরা প্রায় ১২-১৩ কোটি টাকা পাচ্ছেন। আমি টাকা নিয়ে কিছু মনে করি না,তবে আমি মনে করি তরুণ খেলোয়াড়দের জন্য ক্যাপ থাকা উচিত। এমনকি আইপিএলে যে নতুন লোক আসছে,এর চেয়ে বেশি পাওয়া যাবে না। যাতে সে বুঝতে পারে ক্ষুধা কি জিনিস।’
ওয়াসিম আক্রম আরও বলেন,‘২০০৮ সাল থেকে আইপিএল শুরু হয়েছিল কিন্তু তারপর থেকে তারা আর টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। তাহলে বলাই যায় যে আইপিএল-এর ফলে ভারতীয় ক্রিকেটে বড় প্রভাব পড়েছে।’
For all the latest Sports News Click Here