IPL-এ বিশাল ছক্কা, ডিভিলিয়ার্স-গেইল-কোহলিদের তালিকায় ধোনি
শুভব্রত মুখার্জি: জাতীয় দল থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন হল। এখন আর আইপিএল ছাড়া কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না মহেন্দ্র সিং ধোনি। বয়সও আগের থেকে বেড়েছে অনেকটাই। কিন্তু যা আগের মতো রয়ে গিয়েছে তা হল ২২ গজে তাঁর রান করা এবং ম্যাচ জয়ের খিদে। এখনও যে লম্বা ছক্কা অনায়াসেই হাঁকাতে পারেন তা ফের একবার প্রমাণ করে দিলেন তিনি। শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৬ তম আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমে লম্বা ছক্কা হাঁকালেন তা নয়, সেই ছক্কা হাঁকিয়ে ঢুকে গেলেন এবি ডিভিলিয়ার্স, কোহলি, গেইলদের এলিট তালিকায়।
গত বছরে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। মাত্র চারটি ম্যাচ জিতে নয় নম্বরে শেষ করেছিল তাঁরা। ফলে এবার ভালো শুরু করতে মরিয়া ছিল তারা। যদিও এবারও প্রথম ম্যাচে তাঁদের হারের মুখ দেখতে হল। গতবারের চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটানস দলের কাছে প্রথম ম্যাচে হেরে গেল তাঁরা। এদিন টসে জিতে হার্দিক, ধোনিদের ব্যাটিং করতে আহ্বান জানান। চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে। ব্যাট হাতে এদিন তাদের হয়ে তারকা হয়ে ওঠে তাঁদের ওপেনার রুতুরাজ গায়রকোয়াড়। ৫০ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। সিএসকে ইনিংসের শেষ ওভারেই বিরাট একটি ছয় হাঁকান মহেন্দ্র সিং ধোনি।
এদিন সিএসকের ইনিংসে আট নম্বরে ব্যাট করেন ধোনি। খেলেন একটি ক্যামিও ইনিংস। ৭ বল খেলে ১৪ রান করে অপরাজিত থাকেন তিনি। যেখানে ইনিংসের শেষ ওভারে আয়ারল্যান্ডের পেসার জস লিটলকে একটি ছয় এবং একটি চার মারেন তিনি। লিটলকে ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে একটি বিরাট ছয় হাঁকিয়ে এলিট লিস্টে প্রবেশ করেন ধোনি। সিএসকের হয়ে এটি ধোনির ২০০তম ছয় ছিল। ফলে তিনি এলিট লিস্টে প্রবেশ করেন। যে লিস্টে রয়েছেন সেইসব তারকা যাঁরা একটি নির্দিষ্ট ফ্রাঞ্চাইজির হয়ে ২০০টি ছয় হাঁকিয়েছেন। আসুন একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা :
১) ক্রিস গেইল (আরসিবি): ২৩৯
২) এবি ডিভিলিয়ার্স (আরসিবি): ২৩৮
৩) কায়রন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স): ২২৩
৪) বিরাট কোহলি (আরসিবি): ২১৮
৫) মহেন্দ্র সিং ধোনি (সিএসকে): ২১৫
For all the latest Sports News Click Here