‘IPL-এ বিদেশি কোচ নিয়োগ করায় আখেরে ক্ষতিই হচ্ছে ভারতের’, সতর্ক করলেন কিংবদন্তি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দলগুলোর বিদেশি কোচ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কর। তিনি মনে করেন যে, এটি ভারতীয় ক্রিকেটের জন্য বড় সমস্যার বিষয় হয়ে উঠেছে। কারণ কোচ, পরামর্শদাতারা ভারতীয় প্লেয়ারদের সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যান। জেনে যান, তাদের দুর্বলতা, শক্তিগুলো।
আরও পড়ুন: টেস্টের পর T20-তেও ব্যর্থ, কোহলিকে ভারতের ‘বোঝা’ বলছেন পাক প্রাক্তনী
সম্প্রতি ইংল্যান্ড এবং ভারতের মধ্যে অনুষ্ঠিত এজবাস্টন টেস্টের সময়, ব্রিটিশ কোচ ব্রেন্ডন ম্যাকালাম, যিনি কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন, শ্রেয়স আইয়ারকে আউট করার জন্য ড্রেসিংরুমের ব্যালকনি থেকে ইশারা করে বোলারকে বলেছিলেন, শর্ট বল দিতে। শর্ট বল খেলতেই পারেন না শ্রেয়স। যার জেরে তিনি আউটও হয়ে গিয়েছিলেন। প্রসঙ্গত, ২০২১ আইপিএলে কলকাতা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক ছিলেন শ্রেয়স। যে কারণে শ্রেয়সের শক্তি দুর্বলতা খুব ভালো করে জানেন ম্যাকালাম।
আরও পড়ুন: টসে জিতেও কেন ব্যাটিং নেননি? চলছে সমালোচনা, আসল কারণ জানালেন বাটলার
সুনীল গাভাস্করকে এক আলোচনায় বলেছেন, ‘আইপিএলে বিদেশি কোচ নিয়োগ করার বিষয়টি আমাদের দেখতে হবে। অনেক প্রাক্তন প্লেয়ার রয়েছেন, যাঁরা তাঁদের জাতীয় দলে কোচিং করাচ্ছেন এবং যখন তাঁরা আইপিএলে আসেন, তখন তাঁরা আমাদের প্লেয়ারদের কাছ থেকে দেখেন। জেনে যান, তাদের শক্তি-দুর্ভলতা সহ যাবতীয় কিছু। সত্যি কথা বলতে, কম্পিউটার থেকে ডেটা এবং খেলোয়াড়দের সামনে দেখে কোচিং করানোর সময়ে দেখাটা, একেবারেই আলাদা।’
তিনি আরও যোগ করেছেন, ‘সুতরাং এটি ভারতীয় ক্রিকেটের জন্য ক্ষতিকর হচ্ছে। কারণ এঁরাই (বিদেশি কোচ) আইপিএলের পর ফিরে গিয়ে জাতীয় দলের সহায়তা করছে। শুধু প্রধান কোচই নয়, সহকারী কোচ বা ব্যাটিং পরামর্শদাতা বা বোলিং পরামর্শদাতা হিসেবেও যাঁরা আসছেন এবং ভারতীয় খেলোয়াড়দের একেবারে সামনে দেখে প্রতিদিন দেখছেন, এটা ভারতের জন্য সুবিধাজনক নাও হতে পারে।’
For all the latest Sports News Click Here