IPL-এ ফ্লপ হলেও MLC-তে নারিনকে ক্যাপ্টেন ঘোষণা নাইট রাইডার্সের
মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের অধিনায়ক হলেন সুনীল নারিন। এমনটাই জানানো হয়েছে নাইট রাইডার্স টিম ম্যানেজেমন্টের পক্ষ থেকে। আগামী ১৪ জুলাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হচ্ছে মেজর লিগ ক্রিকেট। মোট ৬টি দল এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে। যার মধ্যে একটি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।
এই প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বসতে চলেছে। স্বাভাবিক ভাবেই উত্তেজনায় ফুসছে আমেরিকায় বসবাসকারী মানুষজন। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে টেক্সাস সুপার কিংস এবং লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। ইতিমধ্যেই সব দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছে।
টেক্সাস সুপার কিংস চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন দল। এবং লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স কেকেআরের মালিকানাধীন দল। ফলে মার্কিন মুলুকেও আইপিএলের আবহ দেখা যেতে চলেছে। বিশ্বের তারকা ক্রিকেটারদের এই লিগে দেখা যাবে। দীর্ঘদিন ধরেই কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন সুনীল নারিন। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ একা হাতে জিতিয়েছেন। এবার সেই ক্যারিবিয়ান তারকাকেই অধিনায়ক করার সিদ্ধান্ত নিল নাইট কতৃপক্ষ।
এছাড়াও লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলে রয়েছেন জেসন রয়, মার্টিন গাপ্তিল, নীতীশ কুমার, রিলি রসউ, আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন, অ্যাডাম জাম্পার মতো তারকা ক্রিকেটাররা। যদিও ভারতীয় কোনও ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। কারণ বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী কোনও ভারতীয় ক্রিকেটার বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারবেন না। ফলে এই টুর্নামেন্টেও দেখা যাবে ভারতীয় ক্রিকেটারদের। বলা ভালো বিদেশের ক্রিকেটারদের নিয়েই তৈরি করা হয়েছে এই দল।
যদিও এবারের আইপিএলে মোটেই ভালো পারফরম্যান্স করেননি সুনীল নারিন। কিন্তু তারপরও অধিনায়কের দায়িত্ব দেওয়া হল। যদিও অনেকেই দাবি করেছেন এবার নারিন, রাসেলদের সরিয়ে দেওয়ার সময় এসেছে। শুধু এই মরশুমেই নয়, গত কয়েক মরশুম ধরেই একেবারেই ফর্মে পাওয়া যাচ্ছে না নারিনকে। একই অবস্থা আন্দ্রে রাসেলেরও। অবশ্য এই দুই ক্রিকেটারই এই দলে রয়েছেন। তার মধ্যেই এমএলসিতে অধিনায়ক করা স্বাভাবিক ভাবেই সমালোচকদের অন্যভাবে জবাব দিল নাইট টিম ম্যানেজমেন্ট তা বলার অপেক্ষা রাখে না। এখন এটাই দেখার অধিনায়ক হিসাবে কতটা সফল হন ক্যারিবিয়ান এই তারকা।
For all the latest Sports News Click Here