IPL-এ প্রথম উইকেট নিয়ে বাবার থেকে অমূল্য স্মারক পেলেন অর্জুন- ভিডিয়ো
দীর্ঘ দুই বছর মুম্বই ইন্ডিয়ান্সে থাকার পর অবশেষে এই মরশুমে অভিষেক হয়েছে অর্জুন তেন্ডুলকরের। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ওভারে বল করতে আসেন তিনি। প্রথম ওভারে ৫ রান দেন সচিন পুত্র। কেকেআরের বিরুদ্ধে ম্যাচের পর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেও তাঁকে দলে নেওয়া হয়। শেষ ওভারে দুর্দান্ত বল করেন অর্জুন। ভুবনেশ্বর কুমারকে ফিরিয়ে দিয়ে আইপিএলের প্রথম উইকেটটি তুলে নেন তিনি।
সানরাইজার্সকে হারিয়ে মেতে ওঠে মুম্বই ইন্ডিয়ান্স। একই সঙ্গে অর্জুনের প্রথম উইকেট তুলে নেওয়ায় ড্রেসিংরুমে চলে আলাদা সেলিব্রেশন। ডাগআউটে বসে নিজের ছেলের প্রথম উইকেট তুলে নেওয়া দেখলেন বাবা সচিন তেন্ডুলকর। এটা এক অন্য মুহূর্ত। তাই ড্রেসিংরুমে নিজের আবেগ চেপে ধরে রাখতে পারলেন না কিংবদন্তি মাস্টার ব্লাস্টার। ম্যাচ শেষে ড্রেসিংরুমে অমূল্য স্মারক পরিয়ে দিলেন ছেলেকে। আর সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেছে এমআই টিভি। আর সেই ভিডিয়োটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
ম্যাচ শেষে প্রথম উইকেট পাওয়ার পর সচিন পুত্র বলেন, ‘আমার পরিকল্পনা ছিল শুধু বাইরের দিকে বল করা। যাতে ব্যাটাররা বাইরের বল মারতে গিয়ে আউট হয়। আমি বল করতে উদগ্রীব হয়ে উঠেছিলাম। আমি বোলিং করতে খুব পছন্দ করি। যেকোনও সময় বল করতে আমি প্রস্তুত।’
এখানেই তিনি থেমে থাকেননি। অর্জুন আরও বলেন, ‘আমরা সব সময় ক্রিকেট নিয়ে আলোচনা করি। কোথায় বল করলে উইকেট পাওয়া যাবে। বোলিংয়ের লাইন লেন্থ নিয়েও কথা হয় আমাদের। তবে আমি এখনও বেশি মনসংযোগ দিচ্ছি বল ছাড়ার পদ্ধতির উপর। বল যদি একটু সুইং করে তাহলে সেটা আমার জন্য বোনাস। আমাকে আরও ম্যাচ খেলতে হবে। নিজের পারফরম্যান্সের উপর আরও বেশি নজর দিচ্ছি আমি।’
উল্লখ্যে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে বল করতে যান অর্জুন। সানদের ম্যাচ জিততে প্রয়োজন ছিল ১ ওভারে ২০ রান। আর মুম্বইয়ের জিততে হলে প্রয়োজন ছিল মাত্র ১ উইকেট। শেষ ওভারে ভুবনেশ্বর কুমারকে তুলে নিয়ে প্রথম উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ম্যাচ জিতিয়ে দেন অর্জুন তেন্ডুলকর। তরুণ এই ক্রিকেটারের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স দলের ক্রিকেটারাও। তারাও অর্জুনের প্রশংসা করেছেন। তবে এই ম্যাচের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেগঘন মুহূর্ত হল বাবার হাতে বিশেষ উপহার পাওয়া। যা বিশ্ব ক্রিকেটে একেবারেই দেখা যায় না।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here