IPL-এ নয়া রেকর্ড রবিচন্দ্রন অশ্বিনের, হরভজন-নারিনদের পিছনে ফেলে শীর্ষে RR তারকা
অফস্পিনার হিসেবে আইপিএল-এর সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন রাজস্থান রয়্যালসের বোলার রবিচন্দ্রন অশ্বিন। গতকালকের ম্যাচে তিনটি উইকেট নিয়ে তিনি হরভজন সিং এবং সুনীল নারিনদের পিছনে ফেলে দেন। রাজস্থানের ১৪৪ রান তাড়া করতে নেমে কুলদীপ সেন ও রবি অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ের সামনে মুথ থুবড়ে পড়েছিলেন ফাফ-কোহলিরা। আর এরই মাঝে আরসিবির বিরুদ্ধে মাঠে নেমে অনন্য নজির গড়েন অশ্বিন।
এর আগে হরভজন সিং প্রথম অফস্পিনার হিসেবে আইপিএল-এ ১৫০ উইকেটের গণ্ডি পার করেছিলেন। আইপিএল-এর উইকেট শিকারি অফস্পিনারদের মধ্যে তিনি শীর্ষে ছিলেন এতদিন। গতকাল তাঁকে টপকে শীর্ষে যান অশ্বিন। তালিকায় তৃতীয় স্থানে আছেন কেকেআর-এর স্পিনার সুনীল নারিন। তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯ উইকেট। তিনি অশ্বিনকে পিছনে ফেলে শীর্ষে উঠতেই পারেন এই তালিকায়। তবে আপাতত কেকেআর-এ পরের ম্যাচ হওয়া পর্যন্ত, এই তালিকায় শীর্ষ স্থানে থাকবেন অশ্বিন।
আইপিএএল-এর আরও খবর জানতে ক্লিক করুন
উল্লেখ্য, এই আইপিএল-এ অশ্বিনের মধ্যে এক নয়া উদ্দম দেখা গিয়েছে। কেকেআর-এর বিরুদ্ধে আন্দ্রে রাসেলকে আউট করতে তাঁর সেই দুর্দান্ত বল এখনও চোখে লেগে আছে ক্রিকেট বোদ্ধাদের। তারই মাঝে গতকাল এক দুর্দান্ত পারফর্ম্যান্স করলেন অশ্বিন। এদিন অশ্বিনের প্রথম শিকার হয়েছিলেন রজত পাটিদার। ১০ম ওভারের শেষ বলে পাটিদার অশ্বিনের বলে বোল্ড হয়ে যান। এরপর একে একে শাহবাজ আহমেদ, সুয়াশ প্রভুদেশাইকে আউট করেন অশ্বিন। দুই জনই রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। এদিকে অশ্বিন ব্যাট হাতেও ছোট্ট দ্রুত ইনিংস খেলেন এদিন। তিন নম্বরে নেমে অশ্বিন ৯ বলে ১৭ করেছিলেন এদিন।
For all the latest Sports News Click Here