IPL-এ না থাকা খেলোয়াড়ই PSL থেকে বের করে দিল শোয়েবদের করাচিকে! আশা থাকল কোয়েটার
ইতিমধ্যেই পাকিস্তান সুপার লিগের প্লে-অফে জায়গা করে নিয়েছে লাহোর কালান্দার্স এবং ইসলামাবাদ ইউনাইটেড। তবে বাকি দুটি দল কারা জায়গা করে নেবে তা নিয়ে লড়াই চলছে। মুলতান সুলতানস, পেশোয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এই তিন দলের লড়াই চলছে। ইতিমধ্যেই প্লে-অফের লড়াই থেক ছিটকে গিয়েছে করাচি কিংস। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।
সোমবার কোয়েট্টার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামে করাচি কিংস। সেই ম্যাচে ৪ উইকেটে জিতে নেয় কোয়েট্টা। রাওয়ালপিণ্ডিতে প্রথমে টেস জিতে বল করার সিদ্ধান্ত নেন কোয়েটার অধিনায়ক সরফরাজ আহমেদ। প্রথমে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় করাচি কিংস। ওপেন করতে নামা ম্যাথু ওয়েড প্রথম বলেই নাসিম শাহের বলে সরফরাজকে ক্যাচ দিয়ে ফিরে যান ওয়েড। প্রথম বলেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় করাচি কিংস।
দলকে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়ে এগিয়ে যান অ্যাডাম রসিংটন। তাঁর বড় রানে ভর করেই ঘুরে দাঁড়ায় করাচি কিংস। ৪৫ বলে ৬৯ রান করেন তিনি। রসিংটনের ইনিংসটি সাজানো ছিল ১০ টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারিতে। এছাড়া ইমাদ ওয়াসিম ২০ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন তিনি। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে করাচি কিংস। দুটি করে উইকেট নেন নাসিম শাহ এবং আইমল খান। একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ নওয়াজ এবং নাভিন-উল-হক।
জবাবে ব্যাট করতে নেমে ইউসুফ (৬ বলে ৮ রান) বড় রান না করলেও মার্টিন গাপ্টিল ব্যাট হাকে দুর্দান্ত ইনিংস খেলেন। যিনি আইপিএলে খেলছেন না। দলকে জেতানোর পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৫৬ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। গাপ্টিলের ইনিংসটি সাজানো ছিল ৯টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সৌজন্যে। তিনি একাই দলকে জিতিয়ে দেন। এক বল হাতে থাকতেই মাত্র ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য নির্ধারিত রান তুলে নেয় কোয়েট্টা।
আর এই ম্যাচ জয়ের ফলে প্লে-অফে যাওয়ার রাস্তা খোলা রাখল কুয়েট্টা। এখনও তাদের হাতে দুটি ম্যাচ রয়েছে। বড় ব্যবধানে জিততে হবে গাপ্তিলদের। শুধু তাই নয়, মুলতান সুলতান এবং পেশোয়ার জালমিকে হারতে হবে। তবে কোয়েট্টার সম্ভাবনা খুবই কম। পেশোয়ারের হাতে চারটি ম্যাচ এবং মুলতানের হাতে তিনটি ম্যাচ রয়েছে। ফলে এই দুই দলের প্লঅফে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে করাচি এই ম্যাচ হারের সঙ্গে সঙ্গেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল।
For all the latest Sports News Click Here