IPL-এ দশম উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপের নজির গড়ল ধাওয়ানের পঞ্জাব কিংস
শুভব্রত মুখার্জি: রবিবাসরীয় আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং পঞ্জাব কিংস। ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে হায়দরাবাদ। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজি এ দিন ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয়। অধিনায়ক শিখর ধাওয়ান ছাড়া বলার মতন রান পাননি কোন পঞ্জাব ব্যাটার। তবে এই ব্যাটিং ব্যর্থতার মাঝেও আইপিএলের ইতিহাসে দশম উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপের নজির গড়ল পঞ্জাব। মোহিত রাঠিকে সঙ্গী করে এই নজির গড়লেন পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান।
রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দশম উইকেট জুটিতে ধাওয়ান এবং রাঠি জুকি বেঁধে তোলেন ৫৫ রান। দশম উইকেটে অবিচ্ছেদ্য ৫৫ রানের পার্টনারশিপ গড়ে তারা। এর আগের নজিরটি ছিল রাজস্থান রয়্যালসের দুই ব্যাটারের। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর এই নজির গড়েছিলেন রাজস্থান রয়্যালসের টম কারেন এবং অঙ্কিত রাজপুত জুটি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ উইকেট জুটিতে তারা তুলেছিল ৩১ রান। সেই জুটিও ছিল অবিচ্ছেদ্য।
আরও পড়ুন… ম্যাচের মাঝে ক্যামেরাম্যানের উপর চটলেন SRH-র মালিক! ভাইরাল কাব্য মারানের ভিডিয়ো
এ দিনের ম্যাচে ৯৯ রানে অপরাজিত ছিলেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান। মাত্র ৬৬ বলে ৯৯ রান করেন শিখর। ১৫তম ওভারের শেষ বলে নাথান এলিসকে আউট করে দেন ময়াঙ্ক মারকান্ড। ম্যাচে এটি ছিল তাঁর চতুর্থ উইকেট। পঞ্জাব কিংসের রান তখন ৯ উইকেটে ৮৮ রান । পরবর্তীতে পঞ্জাব পুরো ২০ ওভার ব্যাটিং করতে সক্ষম হয়। ১৪৩ রান করে তারা। মোহিত রাঠিকে নিয়ে দশম উইকেটে আইপিএলের রেকর্ড ৫৫ রান যোগ করেন শিখর ধাওয়ান। রাঠির অবদান ছিল মাত্র ১ রান। খেলেছেন মাত্র ২ বল। পঞ্জাব অধিনায়ক ধাওয়ান অপরাজিত ছিলেন ৯৯ রানে। ১ রানের জন্য স্বীকৃত টি-২০’তে তৃতীয় শতরানটি হাতাছাড়া হল ধাওয়ানের।
আরও পড়ুন… রক্তাক্ত হাঁটু নিয়েই স্যান্টনারের লড়াই! মনে করালেন ওয়াটসনকে, ছবি শেয়ার CSK-র
ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে ১৪৪ রানের লক্ষ্যমাত্রা ১৭ বল বাকি থাকতে এবং ৮ উইকেট হারিয়ে তোলে হায়দরাবাদ। ফলে চলতি আইপিএলে তাদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল হায়দরাবাদ। অন্যদিকে চলতি আইপিএলে তৃতীয় ম্যাচে প্রথম হারের সম্মুখীন হল ধাওয়ানের পঞ্জাব। রান তাড়া করার সময়ে অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ১০০ রান যোগ করেন রাহুল ত্রিপাঠি ও এডেন মার্করাম। ৪৮ বল খেলে ৭৪ রানে অপরাজিত থাকেন ত্রিপাঠি। অধিনায়ক মার্করাম ২১ বলে করেন ৩৭ রান।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here