IPL-এ টেস্টের মতো ফিল্ডিং, ধোনির ইগোর সঙ্গে খেলত গম্ভীর, ফাঁস করলেন পাঠান
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দু’বার আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে, সেই সময় দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর। কেকেআরকে ট্রফি জয়ের স্বাদ পাইয়ে দেন তিনি। মহেন্দ্র সিং ধোনির দলকে ফাইনালে হারায় তারা। ২০১২ সালের আইপিএল ফাইনাল। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস ফাইনালে মুখোমুখি হয়। সেই বছর চেন্নাই সুপার কিংস কেকেআরের কাছে হেরে যায়। কলকাতা প্রথমবার আইপিএল ট্রফি হাতে তোলে গৌতম গম্ভীরের নেতৃত্বে।
চলতি মরশুমের আইপিএলে ফের মুখোমুখি হয় এই দুই তারকা। তবে এবার তাদের ভূমিকা ভিন্ন। মহেন্দ্র সিং ধোনি আজও চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। অন্যদিকে গৌতম গম্ভীর সুপার জায়েন্টসের মেন্টর হিসেবে কাজ করছেন। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান এই দু’জনের সম্পর্কে মুখ খুলেছেন । তিনি জানান ধোনির যে ধীরে শান্ত স্বভাব রয়েছে তাঁর ফলে ও অনেক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। একে অপরের বিরুদ্ধে খেলার সময় ধোনিকে আউট করার জন্য গম্ভীরের কৌশলও তিনি বুঝে নেন। কিন্তু তাও অনেকবার গম্ভীরের কৌশলে আউট হয়েছেন।
পাঠান জানান, সেই সময় গম্ভীর যখন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন তখন ধোনির বিরুদ্ধে গৌতম টেস্ট ম্যাচের মতো ফিল্ডিং সাজাতেন। তখন কলকাতার সবচেয়ে নির্ভরযোগ্য স্পিনার সুনীল নারিন বা পীযূষ চাওলাকে বলে নিয়ে আসতেন। অধিকাংশ সময় ধোনি সেই ফাঁদে পা দিতেন।
পাঠান বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন এই গৌতম গম্ভীর মহেন্দ্র সিং ধোনির ইগোয় ধাক্কা দেয়। ও একমাত্র ক্রিকেটার যা বছরের পর বছর ধরে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাল মিলিয়ে খেলে গিয়েছে। ধোনিকে বারবার সমস্যার মধ্যে ফেলেছে ও। গম্ভীরের ফিল্ডিং সাজানো দেখে নড়ে যেত ধোনি।’
ইরফান পাঠান মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একই আইপিএল দলেও খেলেছেন। চেন্নাই দুই বছরের জন্য আইপিএল থেকে নির্বাচিত হলে পুনের হয়ে এই দুই ক্রিকেটার একসঙ্গে খেলেন। তবে পুনের হয়ে একটি ম্যাচে ধোনির জন্য ইরফান তাঁর উইকেট হারায়। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে বেশ চাপে ছিলেন ধোনি। একটি বলে রান নেওয়ার সময় ধোনির উইকেট বাঁচাতে গিয়ে নিজের উইকেট দিয়ে আসেন ইরফান।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here