IPL-এ ক্যাপ্টেন্সি করা স্বপ্ন, তাহলে আফগানিস্তানকে নেতৃত্ব দিতে চান না কেন রশিদ?
নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গুজরাট টাইটানসকে নেতৃত্ব দিতে নামেন রশিদ খান। আফগান তারকার নেতৃত্বে প্রথম ম্যাচেই তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি জয় তুলে নেয়। ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রশিদ নিজে।
একে তো তাঁর নেতৃত্বে দলের লড়াকু জয়, তাও আবার নিজে সেই জয়ে বড়সড় অবদান রাখেন। স্বাভাবিকভাবেই রশিদ খানের কাছে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকে। ম্যাচের শেষে বিষয়টা মেনেও নেন রশিদ। তারকা স্পিনার জানান, দলকে নেতৃত্ব দেওয়াটা স্বপ্নের বিষয়। তার উপর গুজরাটের জয় তুলে নেওয়াটা বাড়তি পাওনা।
এখন প্রশ্ন হল এই যে, আইপিএল দলকে নেতৃত্ব দেওয়া যদি স্বপ্নের বিষয় হয়, তবে আফগানিস্তানের জাতীয় দলকে নেতৃত্ব দিতে চান না কেন রশিদ? এমনটা নয় যে, আফগানিস্তানের ক্যাপ্টেন হিসেবে দেখা যায়নি রশিদকে। বরং তিন ফর্ম্যাটেই জাতীয় দলের ক্যাপ্টেন হয়ে মাঠে নেমেছেন তিনি। তবে জাতীয় দলকে নেতৃত্বে দেওয়ার রশিদের অনীহার কথা এতদিনে কারও অজানা নয়।
একাধিকবার আফগানিস্তানের স্থায়ী অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়েছেন রশিদ। আসগর আফগানকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার পরে আফগানিস্তানের হাল ধরার কথা বলা হয়েছিল তারকা স্পিনারকে। তিনি ফিরিয়ে দেন সেই প্রস্তাব। গত টি-২০ বিশ্বকাপের আগে রশিদের খানের নাম আফগানিস্তানের ক্যাপ্টেন হিসেবে ঘোষণাও করা হয়। তবে তিনি দল নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে নেতৃত্ব ছেড়ে দেন বোর্ডের তরফে বিশ্বকাপের দল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই। বাধ্য হয়েই মহম্মদ নবিকে নতুন ক্যাপ্টেন ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন জাগছে যে, তবে কি রশিদের কাছে দেশকে নেতৃত্ব দেওয়া স্বপ্নের বিষয় নয়?
For all the latest Sports News Click Here