IPL-এ আশা প্রায় শেষ, এবার কি ইডেনে ‘মোহনবাগানের’ বিরুদ্ধে খেলতে নামবে KKR?
কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে কি সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামবে লখনউ সুপার জায়েন্টস? একাধিক রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে লখনউয়ের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। পুরো বিষয়টি নিয়ে আপাতত জল্পনা চলছে। সংশ্লিষ্ট মহলের মতে, লখনউ যদি মোহনবাগানের সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা আছে সঞ্জীব গোয়েঙ্কার হাতে আছে। আর গোয়েঙ্কার এটিকের সঙ্গে সংযুক্তিকরণ হয়েছিল মোহনবাগান। তারপর থেকে এটিকে মোহনবাগান নামে খেলত সবুজ-মেরুন ব্রিগেড। আগামী বছর থেকে যে ক্লাব মোহনবাগান সুপারজায়েন্টস নামে খেলবে।
আগামী শনিবার (২০ মে) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট থেকে ইডেনে কলকাতা এবং লখনউয়ের ম্যাচ আছে। যা দু’দলেরই গ্রুপ লিগের শেষ ম্যাচ হতে চলেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, লখনউ যেহেতু কলকাতায় নামবে, তাই সবুজ-মেরুন জার্সি পরে নামবে। যে ইডেনের ঠিক উলটোদিকেই শতাব্দীপ্রাচীন ক্লাবের তাঁবু দাঁড়িয়ে আছে। তবে সেটা আদৌও হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। কারণ লখনউয়ের তরফে বিষয়টি সরকারিভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: KKR vs RR: ভুল ছিল কেকেআরের পরিকল্পনায়, শুধু প্রয়োগ কৌশলে নয়, ইডেনে রাজস্থানের কাছে হারের জন্য দায়ী পণ্ডিতরাও
শেষপর্যন্ত লখনউ যদি সবুজ-মেরুন জার্সি পরে নামে, তাতেও অবাক হওয়ার কিছু নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের মতে, সবুজ-মেরুন জার্সি পরে মাঠেই নামতে পারে লখনউ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও চিরাচরিত লাল-কালো জার্সি ছেড়ে সবুজ জার্সি পরে খেলতে নামে। তাই আইপিএলের নিয়মে কোনও বাধা-নিষেধ থাকবে না। আর সবুজ-মেরুন জার্সি পরে খেলতে নামলে অনেকে আবেগতাড়িতও হয়ে পারেন।
আরও পড়ুন: KKR vs RR, IPL 2023: মাঝের ওভারে বেশি ডট বল খেলার দায় আমার- হারের পরে ভুল স্বীকার বেঙ্কটেশের
উল্লেখ্য, আপাতত আইপিএলের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে লখনউ। ১১ ম্যাচে পয়েন্ট ১১। সেখানে সাত নম্বরে আছে কেকেআর। ১২ ম্যাচে নাইটদের ঝুলিতে আছে ১০ পয়েন্ট। এই প্রতিবেদন প্রকাশের সময় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলছে লখনউ। ১০ ওভারে সানরাইজার্সের স্কোর তিন উইকেটে ৯৫ রান। আজ যদি লখনউ জিতে যায়, তাহলে প্লে-অফের দৌড়ে অনেকটা স্বস্তিতে থাকবে।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে – ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here