IPL-এর ম্যাচ কি পাবে ইডেন? তবে টুর্নামেন্ট শেষ হলেই সংস্কারের কাজ শুরু করবে CAB
চলতি আইপিএলের প্লে অফ বা কোয়ালিফায়ার কি আদৌ ইডেনে খেলা হবে? জানার জন্য আগামী কয়ের দিনের অপেক্ষা। এমনটাই সূত্রের খবর। তবে জানা গিয়েছে, আইপিএল শেষ হলেই নাকি সংস্কারের কাজ শুরু হবে ইডেনে।
কী সংস্কার হবে? পুরনো যা ছিল, সে সবই নতুন করে ঠিক করা হবে। ২০১১ বিশ্বকাপের আগেই পুরো নতুন করে তৈরি করা হয়েছিল ইডেন। পুরো গ্যালারি জুড়েই বাকেট সিট করে দেওয়া হয়েছিল। তবে এ বার অবশ্য সে রকম কিছু হচ্ছে না। ছোট ছোট কিছু সংস্কার হবে। যেমন- গ্যালারির ছাদ সারাই করা হবে। কোথাও কোথাও চেয়ার বদলে ফেলা হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ– ইডেনের ফ্লাডলাইট বদলে ফেলা হবে। সেটা অবশ্য আগে থেকেই শোনা যাচ্ছিল।
বৃহস্পতিবার ইডেনে এসেছিলেন স্থপতিরা। সিএবি কর্তাদের সঙ্গে তাঁদের একপ্রস্থ বৈঠক হয়। পরে রাতের দিকে সূত্র মারফত জানা গেল, ইডেনের কোন কোন অংশে কী ভাবে আইপিএলের পর থেকে কাজ চলবে, তা নিয়ে একপ্রস্থ আলোচনা চলেছে। শোনা গেল, ইডেনের ‘এফ’, ‘জি’ এবং ‘এইচ’ ব্লকের ছাদের অবস্থা বর্তমানে কিছুটা খারাপ হয়ে গিয়েছে। সে সবকে ঠিকঠাক করে একেবারে নতুন চেহারা দেওয়ার ভাবনা শুরু হয়েছে। ঠিক একই রকম ভাবে ইডেনের ‘ডি’ ব্লকেও মেরামতির কাজকর্ম চলবে। ক্লাবহাউসের লোয়ার টিয়ারে আবার চেয়ার পাল্টানোর কথা ভাবা হচ্ছে।
আগে থেকেই শোনা যাচ্ছিল, ইডেনের কৃত্রিম আলোর সংস্কার করা হবে। ঢেলে সাজানো হবে বাতিস্তম্ভগুলো। চারটি বাতিস্তম্ভ থেকেই এখনকার আলোগুলি খুলে ফেলে অত্যাধুনিক এলইডি আলো লাগানো হবে। তার সঙ্গে থাকবে মিউজিক সিস্টেম। পুরোটাই নিয়ন্ত্রণ করা হবে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মারফৎ।
For all the latest Sports News Click Here