IPL-এর মাঝেই নতুন ইনিংস ধোনির, প্রকাশ্যে তামিল ছবি ‘লেটস গেট ম্যারেড’-এর পোস্টার
দেশের জার্সিতে আর খেলতে দেখা না গেলেও চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সি গায়ে চড়িয়ে এখনও ২২ গজ দাপিয়ে বেড়াচ্ছেন চল্লিশের গণ্ডি পার করা এমএস ধোনি। আইপিএলের চলতি সিজনের মাঝেই নতুন শুরু ধোনির। বিনোদন জগতের সঙ্গে পুরোনো সম্পর্ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)-র। স্ত্রীর সঙ্গে হাত ধরাধরি করে নতুন ইনিংস শুরু করতে চলেছেন মাহি। সুখবরটা আগেই দিয়েছিলেন, এবার সামনে এল ঝলক। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর প্রোডাকশন হাউস ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি করেছেন তামিল ছবি ‘লেটস গেট ম্যারেড’ (Lets Get marraied)। সোমবার সামনে এল সেই ছবির ফার্স্ট লুক পোস্টার।
এই ছবিতে লিড রোলে অভিনয় করছেন হরিশ কল্যাণ এবং ‘লাভ টুডে’ খ্যাত ইভানা। এছাড়াও এই ছবিতে থাকছেন নাদিয়া, যোগী বাবুর মতো দক্ষিণী তারকারা। ছবির পোস্টারে এনগেজমেন্ট রিং হাতে দেখা মিলল নায়কের। তাঁর দু-ধারে দাঁড়িয়ে থাকা নাদিয়া এবং ইভানা পরস্পরের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। যেন এখনই একে অপরকে গিলে খাবেন! পোস্টারেই স্পষ্ট কমেডি ঘরনার ছবি হতে চলেছে এটি। খুব সম্ভবত হরিশের মায়ের চরিত্রে রয়েছেন নাদিয়া। ছেলের পছন্দ করা জীবনসঙ্গী ইভানাকে মোটে পছন্দ নয় তাঁর, সেই নিয়েই এগোবে গল্প। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রমেশ থামিলমানি।
ধোনি এন্টারটেনমেন্টের প্রথম ফিচার ফিল্ম এটি। তামিল ভাষায় তৈরি ছবিটি হিন্দি এবং তেলগু, কন্নড় সহ আরও একাধিক ভাষায় ডাব করা হবে। প্যান ইন্ডিয়ার জন্য বলিউড ছবি তৈরি না করে কেন তামিল ছবির মাধ্যমে প্রযোজনায় আত্মপ্রকাশ করলেন ধোনি? সেই প্রশ্ন অনেকের মনেই। তবে ক্যাপ্টেন কুল এখন যতই ঝড়খণ্ডের ততটা চেন্নাইয়েরও। তাই বোধহয় তামিল ছবির মাধ্যমেই নতুন ইনিস শুরু করলেন মাহি।
২০১৯ সালে সাক্ষীর সঙ্গে মিলে নিজের বিনোদন সংস্থা ‘ধোনি এন্টারটেইনমেন্ট’ শুরু করেছিলেন মাহি। এর আগে ‘ধোনি এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে ‘রোয়ার অফ দ্য লায়ন’, ‘ব্লেজ টু গ্লোরি’,’দ্য হিডেন হিন্দু’-র মতো বেশকিছু প্রোজেক্ট তৈরি হয়েছে। দু-বছরের প্রতিবন্ধকতা কাটিয়ে চেন্নাই সুপার কিংস-এর আইপিএলে ফেরবার কাহিনি নিয়ে তৈরি ‘রোয়ার অফ দ্য লায়ন’, অন্যদিকে ২০১১ সালে টিম ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ের সোনালি গল্প উঠে এসেছে ‘ব্লেজ টু গ্লোরি’তে। অন্যদিকে অক্ষত গুপ্তর লেখনির উপর ভিত্তি করে তৈরি মাইথোলজিক্যাল থ্রিলার ‘দ্য হিডেন হিন্দু’।
For all the latest entertainment News Click Here