IPL-এর ফাইনাল-সহ প্লে-অফের সূচি জানিয়ে দিল BCCI, শিকে ছিঁড়ল না ইডেনের ভাগ্যে
আইপিএল ২০২৩-এর লিগ ম্যাচগুলির সূচি টুর্নামেন্ট শুরুর বেশ কিছুদিন আগেই জানিয়ে দেয় বিসিসিআই। তবে ফাইনাল-সহ প্লে-অফ ম্যাচগুলি কবে কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে আগেভাগে কিছু জানানো হয়নি। অবশেষে শুক্রবার চলতি আইপিএলের প্লে-অফ ম্যাচগুলির দিনক্ষণ ও ম্যাচ কেন্দ্র ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আইপিএল ২০২৩-এর লিগের খেলা শেষ হবে ২১ মে। লিগের শেষ ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট টাইটানস। একদিন বিরতি দিয়েই ২৩ মে শুরু হবে আইপিএলের প্লে-অফ।
প্লে-অফের প্রথম ২টি ম্যাচ, অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ খেলা হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। অর্থাৎ, সিএসকে প্লে-অফে জায়গা করে নিলে ধোনিরা ঘরের মাঠে লড়াই চালানোর সুযোগ পাবেন। সেক্ষেত্রে হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে পারবে চেন্নাই সুপার কিংস।
দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ খেলা হবে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের হোম গ্রাউন্ড আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। অর্থাৎ, হার্দিকদের যদি দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হয় অথবা তারা যদি ফাইনালে ওঠে, তবে নিজেদের ডেরায় খেতাব রক্ষা করার সুযোগ পাবেন।
আরও পড়ুন:- মেদিনীপুরের চাষির ছেলের অবদান ভোলেননি, বিয়ের পরে দয়ানন্দকে অভিনন্দন জানাতে হাজির রোহিত-সূর্য
২৩ মে, মঙ্গলবার অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ার। লিগ টেবিলের এক ও দুই নম্বর দল পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে। ২৪ মে, বুধবার অনুষ্ঠিত হবে এলিমিনেটর ম্যাচ। লিগ টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানাধিকারী দল পরস্পরের বিরুদ্ধে এলিমিনেটরের লড়াইয়ে নামবে।
২৬ মে, শুক্রবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল ও এলিমিনেটরের জয়ী দল সম্মুখসমরে নামবে এই ম্যাচে। শেষে ২৮ মে, রবিবার খেলা হবে আইপিএল ২০২৩-এর ফাইনাল। দুই কোয়ালিফায়ারের বিজয়ী দল ট্রফির জন্য লড়াই চালাবে একে অপরের বিরুদ্ধে।
আরও পড়ুন:- অবিশ্বাস্য! ব্লু টিক নেই টুইটার অ্যাকাউন্টে, সচিনকে মুখ দেখিয়ে প্রমাণ করতে হল তিনি ফেক নন
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই নিয়ে টানা দু’বছর আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। গত বছরও ইন্ডিয়ান প্রিমিয়র লিগের খেতাবি লড়াই অনুষ্ঠিত হয় আমদাবাদের নবনির্মিত এই স্টেডিয়ামে। মোতেরা স্টেডিয়াম নতুন রূপে আত্মপ্রকাশের পরে ভারতীয় ক্রিকেটের আঙিনায় ইডেন গার্ডেন্সের গুরুত্ব কমেছে। সেটা বোঝা গেল আরও একবার। এবার আইপিএলের প্লে-অফের ম্যাচ জুটল না ইডেনের ভাগ্যে।
আইপিএল ২০২৩-এর প্লে-অফের সূচি:-
প্রথম কোয়ালিফায়ার: ২৩ মে, মঙ্গলবার (চেন্নাই)
এলিমিনেটর: ২৪ মে, বুধবার (চেন্নাই)
দ্বিতীয় কোয়ালিফায়ার: ২৬ মে, শুক্রবার (আমদাবাদ)
ফাইনাল: ২৮ মে, রবিবার (আমদাবাদ)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here