IPL-এর প্রথম দুই ম্যাচেই ফ্লপ, তাও সূর্যকুমারকে কি কিছু বলতে ভয় পাচ্ছেন MI কোচ?
শুভব্রত মুখার্জি: চলতি বছরের শেষের দিকেই ভারতে বসতে চলেছে ওয়ানডে ফর্ম্যাটের বিশ্বকাপ ক্রিকেটের আসর। সব কিছু ঠিকঠাক থাকলে এই আসন্ন বিশ্বকাপের আসরে ভারতীয় দলে থাকা নিশ্চিত ছিল সূর্যকুমার যাদবের। তবে কোথাও গিয়ে যেন ছন্দটা কেটে দিল সূর্যকুমারের ব্যাটিং ফর্ম। আইপিএল শুরুর আগেই ভারতের হয়ে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই তিনটি গোল্ডেন ডাক অর্থাৎ প্রথম বলেই আউট হন তিনি। আশা করা হয়েছিল আইপিএলে হয়ত বদলাবে চিত্র। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম দুটি ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে দলের হেড কোচ মার্ক বাউচার জানিয়ে দিলেন সূর্যর উপরে তাঁরা আলাদা করে কোনও অতিরিক্ত চাপ দেবেন না।
পাশাপাশি সূর্যকে বাউচার এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা টি-২০ ক্রিকেটার হিসেবেও আখ্যা দিয়েছেন। চলতি আইপিএলের দুটি ম্যাচে এখন পর্যন্ত একটিতে আরসিবির বিরুদ্ধে ১৫ এবং চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১ রান করেছেন তিনি। ফলে এখনও পর্যন্ত দুই ম্যাচ মিলিয়ে মাত্র ১৬ রান করেছেন সূর্য। শনিবার ওয়াংখেড়েতে ম্যাচ শেষ হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এসে সূর্যকুমারের ব্যাটিং ফর্ম নিয়ে মুখ খোলেন মার্ক বাউচার। তাঁর মতে ‘সূর্যকুমার যাদব একজন অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। এই মুহূর্তে বিশ্বের টি-২০ ক্রিকেটে অন্যতম সেরা ক্রিকেটার। যদি সেরা নাও বলি তবে সেরাদের অন্যতম তো বটেই। সম্প্রতি ওর ঝুলিতে খুব বেশি রান নেই। তবে এটা অস্বীকার করার জায়গা নেই যে সূর্য একজন দুরন্ত ক্রিকেটার। আশা করব ভবিষ্যতে আমাদের হয়ে খুব শীঘ্রই বড় রান করবে সূর্য। আমি সূর্যর উপরে বাড়তি কোন চাপ তৈরি করতে চাই না।’
বাউচার আরও যোগ করেন, ‘আমরা সবাই জানি সূর্য কী করার ক্ষমতা রাখে। তবে এটাই হল ক্রিকেট খেলা। কখনও আপনি ভালো সময়ের মধ্যে দিয়ে যাবেন আবার কখনও খারাপ সময়ের মধ্যে দিয়ে। অনেক সময় এমন হয় যখন আপনাকে ফর্ম নিয়ে চিন্তায় পড়তে হয়। ব্যাটে রানের খরা চলতে থাকে। আমরা সূর্যকে পূর্ণ সমর্থন করব। ওকে নতুন নতুন চ্যালেঞ্জ দেব যাতে ও মাথা থেকে এই ফর্মে না থাকার বিষয়টি দূরে সরাতে পারে। এতে নিজের খেলার প্রতি মনোনিবেশ করতে পারবে ও। আশা করব চলতি টুর্নামেন্টের মাঝামাঝি এবং একেবারে শেষ দিকে এসে ও ভালো ফর্মে ফিরতে পারবে।’
For all the latest Sports News Click Here