IPL অভিযান শেষ হতে না হতেই সুখবর, WTC ফাইনালের আগে জাতীয় দলে যোগ দিচ্ছেন যশস্বী!
রঞ্জি থেকে দলীপ ট্রফি, ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত ধারাবাহিক যশস্বী জসওয়াল। তবে আইপিএল ২০২৩-তে তিনি ব্যাট হাতে যে রকম তাণ্ডব চালান, তাতে অবিলম্বে যশস্বীকে জাতীয় দলে জায়গা করে দেওয়ার দাবি তোলেন বিশেষজ্ঞরা। যদিও আইপিএল অভিযান শেষ হতে না হতেই এত তাড়াতাড়ি যে ভারতীয় দলে সুযোগ আসতে পারে, সেটা বোধহয় স্বপ্নেও ভাবেননি জসওয়াল।
আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য রিজার্ভ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন যশস্বী, এমনটাই খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। তিনি রুতুরাজ গায়কোয়াড়ের বদলি হিসেবে ইংল্যান্ডে উড়ে যাবেন কয়েক দিনের মধ্যেই।
প্রাথমিকভাবে জাতীয় নির্বাচকরা মূল স্কোয়াডের সঙ্গে তিনজন ক্রিকেটারের নাম স্ট্যান্ড-বাই হিসেবে ঘোষণা করেন। সূর্যকুমার যাদব, ও বাংলার পেসার মুকেশ কুমারের সঙ্গে রুতুরাজের নাম ছিল সেই তালিকায়। তবে আইপিএলের ঠিক পরেই বিয়ের পিঁড়িতে বসবেন চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার। জুনের ৩-৪ তারিখে বসতে চলেছে তাঁর বিয়ের আসর। বিসিসিআইকে তিনি একথা জানানোর পরেই জাতীয় নির্বাচকরা যশস্বীকে প্রস্তুত হতে বলেছেন বলে খবর। যশস্বীকে লাল বলে প্র্যাক্টিস শুরুর নির্দেশ দেওয়া হয়েছ।
আরও পড়ুন:- লন্ডনের স্ট্রিপ ক্লাবে নাচ দেখছেন ‘লোকেশ রাহুল’! ভিডিয়ো ভাইরাল হতেই আসরে নামলেন স্ত্রী আথিয়া
এক বিসিসিআই কর্তা সংবাদমাধ্যটিকে জানিয়েছেন, ‘ও (যশস্বী) ভারতীয় দলের সঙ্গে যোগ দেবে, কেননা গায়কোয়াড় আমাদের জানিয়েছে যে, বিয়ের জন্য ও ইংল্যান্ডে উড়ে যেতে পারবে না। ৫ তারিখের পরে ও দলের সঙ্গে যোগ দিতে পারত, তবে কোচ রাহুল দ্রাবিড় নির্বাচকদের পরিবর্ত ক্রিকেটার বেছে নিতে বলেন। তাই জসওয়াল তাড়াতাড়ি লন্ডনে উড়ে যাবে।’
যশস্বী জসওয়াল আইপিএল ২০২৩-এর ১৪টি ম্যাচে মাঠে নেমে ৬২৫ রান সংগ্রহ করেছেন। আইপিএলের একটি মরশুমে কোনও ঘরোয়া ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি রান করার সর্বকালীন রেকর্ড গড়েছেন তিনি। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১৩ বলে হাফ-সেঞ্চুরি করেন যশস্বী, যা টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম।
আরও পড়ুন:- IPL 2023: ঠিক যেন থ্রি ইডিয়টস-এর ব়্যাঞ্চো-রাজু-ফারহান, স্কুটারে নেহরা-মোহিত-রশিদের অনুশীলনে যাওয়ার ভিডিয়ো ভাইরাল
উল্লেখ্য, আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নির্বাচিত ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও ইশান কিষাণ (উইকেটকিপার)।
স্ট্যান্ড-বাই: মুকেশ কুমার, রুতুরাজ গায়কোয়াড়/যশস্বী জসওয়াল ও সূর্যকুমার যাদব।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here