INDW vs PAKW: দিনের শেষে জয়ের খিদেই পার্থক্য গড়ে দিয়েছে- উচ্ছ্বসিত হরমন
শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের শুরুটা দারুণ ভাবে করল ভারতীয় দল। কেপটাউনে নিজেদের প্রথম ম্যাচে হরমনপ্রীতরা মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। সেখানেই নজির গড়ে এক ঐতিহাসিক জয় তুলে নিল ভারতীয় দল। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০-তে সর্বাধিক রান গড়ার নজির এ দিন করেছিল পাকিস্তান। আর সেই রান তাড়া করে অর্থাৎ আন্তর্জাতিক টি-২০-তে পাকিস্তানের বিরুদ্ধে সর্বাধিক রান তাড়া করে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। ম্যাচ শেষে নজির গড়া জয়ের তৃপ্তি ঝরে পড়ল ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউরের গলাতে। তিনি জানিয়ে দিলেন, জেমিমা (রডরিগেজ), রিচা (ঘোষ) এ দিন ভালো ব্যাট করেছেন। তাঁর মতে, দিনের শেষে জয়ের খিদেই পার্থক্য গড়ে দিয়েছে।
আরও পড়ুন: ১ ওভারে ৭ বল পাকিস্তানের, তাতে ৪ মারল ভারত! T20 বিশ্বকাপে প্রশ্নের মুখে আম্পায়ার
ম্যাচ শেষে হরমনপ্রীত বলেছেন, ‘পাকিস্তান এ দিন খুব ভালো ব্যাটিং করেছে। তবে দিনের শেষে আমরা ম্যাচটা জিততে মুখিয়ে ছিলাম। আর সেই জয়ের খিদেই পার্থক্য গড়ে দিয়েছে। জেমিমা, রিচা ভালো ব্যাট করেছে। দলের প্রত্যেক সদস্য দলের জন্য ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে রয়েছে। যে-ই দলে সুযোগ পাক না কেন, সে-ই নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে। নিজেদের উজাড় করে দিয়েছে। যেটা আমাদের জন্য খুব ভালো একটা লক্ষ্মণ।’
প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু প্রসঙ্গে হরমনপ্রীত বলেন, ‘প্রতিটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ কে থাকল সেটার আলাদা কোন গুরুত্ব নেই। তবে এটা বলতেই হবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ সবসময় বড় ম্যাচ। আজকে দর্শকরা ও খুব ভালো সাপোর্ট করেছে। পরের ম্যাচের আগে আমরা বেশ কিছুটা সময় নেটে কাটানোর পরিকল্পনা করেছি। আমরা কয়েকটা জায়গা নিয়ে কাজ করব।’
আরও পড়ুন: রিচার ব্যাটেই ঘুরল খেলা! জেমিমার হাত ধরে পাকিস্তানকে ৭ উইকেটে হারাল ভারত
এ দিন প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ৪ উইকেটে ১৪৯ রান করে। এ দিন অধিনায়ক বিসমাহ মাহরুফ ৬৮ রানের একটি দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সহায়তা করেন আয়েশা নাসিম। তিনি ৪৩ রানের একটি ঝোড়ো অপরাজিত ইনিংস খেলেন। ভারতের হয়ে রাধা যাদব দু’টি উইকেট নেন। ভারতের হয়ে দুই ওপেনার ইস্তিকা ভাটিয়া (১৭) এবং শেফালি ভার্মা (৩৩) শুরুটা ভালো করেন। অপরাজিত ৫৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন জেমিমা রডরিগেজ। তাঁকে যোগ্য সঙ্গত করেন রিচা ঘোষ। তিনি ২০ বল খেলে ৩১ রানে অপরাজিত থাকেন।
For all the latest Sports News Click Here