INDvAUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের লড়াকু শতরানকে কুর্ণিশ সাইমন ডুলের
শুভব্রত মুখার্জি: নাগপুরে প্রথম টেস্টে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের প্রথম ইনিংসে একটা সময়ে সমস্যার মধ্যে ছিল দল। সেই সময়ে প্রায় একার হাতে দলকে নেতৃত্ব দেন তিনি। ব্যাট হাতে একটি অনবদ্য শতরান করেন তিনি। ১২০ রানের একটি অনবদ্য ইনিংস খেলে ভারতকে শক্ত ভিতের উপরে বসান রোহিত শর্মা। তাঁর ইনিংস সাজানো ছিল ২টি ছয় এবং ১৫টি চারে। স্ট্রাইক রেট ছিল ৫৬। কঠিন পরিস্থিতিতে রোহিতের পারফরম্যান্স যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেকথাই তুলে ধরেছেন প্রাক্তন কিউয়ি পেসার সাইমন ডুল। বুক চিতিয়ে বিপক্ষের বিরুদ্ধে ভয়ডরহীন এক লড়াকু শতরান হাঁকান রোহিত। সেই শতরানের ইনিংসকেই কুর্ণিশ জানিয়েছেন সাইমন ডুল।
স্পোর্টস ইয়ারিতে এক সাক্ষাৎকারে ডুল জানিয়েছেন ‘আমার মনে হয় রোহিত গুটিকয়েক ক্রিকেটারদের অন্যতম যারা পরিস্থিতি যত কঠিন হবে ততই সে লড়াই করবে। ও খুব কঠিন চরিত্রের একজন ক্রিকেটার। বিপক্ষ যখন ঘাড়ে চেপে বসার উপক্রম হয় তখন ও বুক চিতিয়ে লড়াই করে। যেন বলতে চেষ্টা করে যত কঠিনভাবে সম্ভব তোমরা আমার দিকে আস। আমি তোমাদের দিকে আরও শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দেব। যখন পরিস্থিতি কঠিন হয় তখন ও কোনও না কোনও উপায় বের করে ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে। ওই পরিস্থিতির মধ্যে দিয়ে লড়াই করে ও বেরিয়ে আসে। আগুনের সঙ্গে ও আগুন দিয়েই লড়াই করতে পারে। নাগপুরের ইনিংসে ও বেশ আক্রমণাত্মক খেলেছে। ও নিজের বুক চিতিয়ে খেলে। বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে। আমি ওর বিষয়ে এটা খুব ভালোবাসি।’
তিনি আরও যোগ করেন ‘ভারত সব সময়েই জাদেজা (রবীন্দ্র) এবং অক্ষরকে (প্যাটেল) খেলাত। হয়ত কুলদীপকেও খেলাতে পারত। আমি মনে করি এই জায়গায় ওরা একটা জিনিস মিস করে গিয়েছে। ওদের (অস্ট্রেলিয়া) প্রথম একাদশে একজন বাঁহাতি স্পিনার থাকা দরকার ছিল। ওদের অভিষেককারী স্পিনারকে (টড মার্ফি) দেখুন। কত ভালো পারফরম্যান্স করেছে। অনেক সময়ে দলগুলো ভারতে একটা স্পিনার খেলাতে হবে বলে দায়সারা ভাবে খেলিয়ে দেয়। এটা একেবারেই ঠিক না। ভারতের ব্যাটাররা স্পিন দুর্দান্ত খেলে। সেখানে তোমাকেও ভালো পারফরম্যান্স করতে হবে। না হলে সাফল্য আসবে না। আমার মতে ওরা সবথেকে বড় ভুলটা করেছিল ট্রাভিস হেডকে না খেলিয়ে।’
For all the latest Sports News Click Here